Gareth Bale: সব ধরনের ফুটবল থেকে হটাৎ বিদায় নিলেন ওয়েলস কিং

স্পোর্টস ডেস্ক: অবাক করার মতোই অবসর! মাত্র ৩৩ বছরে ফুটবলকে বিদায় জানালেন গ্যারেথ বেল। ওয়েলসের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ, সর্বাধিক গোল গ্যারেথ বেলের দখলেই। গ্য়ারেথ বেলের নেতৃত্বেই দু-বার ইউরোপিয়ান চ্য়াম্পিয়নশিপে যোগ্যতা অর্জন করেছে ওয়েলস। ২০১৬ ইউরো কাপে সেমিফাইনালে উঠেছিল ওয়েলস। ১৯৫৮-র পর ফের বিশ্বকাপের যোগ্য়তা অর্জন করেছিল ওয়েলস। এছাড়াও বেল মোট ৫ বার চ্যাম্পিয়ন্স লিগ জয় করার নজিরও রয়েছে তাঁর।

নিজের অবসরের কথা একসময়ের অন্যতম সফল ফুটবলার জানিয়েছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। সোশ্যাল মিডিয়ায় দীর্ঘ পোস্টে বেল লিখেছেন, “অনেক যত্ন সহকারে এবং চিন্তাভাবনার পর একটা সিদ্ধান্তে পৌঁছেছি। আমি ঘোষণা করতে চাই, এই মুহূর্ত থেকেই ক্লাব এবং আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাচ্ছি। আমি খুবই ভাগ্যবান, যে খেলাকে ভালো বেসেছিলাম, স্বপ্ন দেখেছিলাম, সেই খেলা সর্বোচ্চ স্তরে খেলতে পেরেছি। জীবনের অন্য়তম সেরা কিছু মুহূর্ত পেয়েছি ফুটবলের সৌজন্যে। ১৭ বছরের বেশি সময় এই খেলার সর্বোচ্চ পর্যায়ে খেলার সুযোগ পেয়েছি। দেশের হয়ে খেলা এবং নেতৃত্ব দেওয়া, আমার কেরিয়ারের গর্বের মুহূর্ত।

১৬ বছর বয়সে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা শুরু করেন। টটেনহামে দুরন্ত খেলার পরে তিনি রিয়াল দলে যোগ দেন। তারপরই বেলের খেলা নিয়ে আলোচনা হতে থাকে। ২০১৩ সালে রেকর্ড অর্থে তিনি রিয়াল মাদ্রিদ দলে যোগ দিয়েছিলেন।তিনি ছিলেন তারকার তারকা।
২০১৮-র চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে লিভারপুলের বিরুদ্ধে দু’টি দুর্ধর্ষ গোল করেন বেল। একাধিক ঘরোয়া খেতাব জিতেছেন। তবে বিতর্কেও জড়িয়েছেন। শেষ দিকে চোটের নাটক করেছেন। ইঙ্গিতে বুঝিয়েও দেন, স্পেনের ক্লাব তাঁর কাছে গুরুত্বপূর্ণ নয়। গত বছর রিয়াল ছেড়ে তিনি যোগ দেন লস অ্যাঞ্জেলেস এফসি-তে। এবার সেখান থেকেই অবসর নিলেন বেল।