ইউ এন লাইভ নিউজ: সবকিছু ঠিকঠাক থাকলে গৌতম গম্ভীরই হতে চলেছেন ভারতীয় দলের পরবর্তী ‘হেড কোচ’। সূত্র মারফত খবর অনুযায়ী, ইতিমধ্যেই নাকি রাহুল দ্রাবিড়ের উত্তরসূরি হওয়া নিয়ে বিসিসিআই কর্তাদের সঙ্গে কথাবার্তাও চূড়ান্ত হয়ে গিয়েছে প্রাক্তন ভারতীয় ওপেনারের। এবার শুধু অপেক্ষা আনুষ্ঠানিক ঘোষণার। আর এরই মধ্যে এই ইস্যু নিয়ে প্রথমবার মুখ খুললেন গম্ভীর।
আবু ধাবিতে একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন ২০০৭ এবং ২০১১ বিশ্বকাপ ফাইনালের নায়ক গম্ভীর। সেখানেই এক খুদে পড়ুয়া তাঁকে জিজ্ঞেস করে, গম্ভীর কি সত্যিই ভারতীয় দলের কোচ হতে চান? হতে পারলে কীভাবে দলকে বিশ্বকাপ জেতানোর পরিকল্পনা করবেন তিনি? এক অল্পবয়সী পড়ুয়ার কাছ থেকে এমন প্রশ্ন শুনেই সাধারণত গম্ভীর প্রকৃতির গৌতির মুখে চওড়া হাসি। বললেন, “অনেকেই প্রশ্নটা আমায় করেছে। বারবার এই প্রশ্নের মুখে পড়তে হয়। তবে এবার এর আমি উত্তর দেব।”
এর পরই নিজেকে উজাড় করে দেন কেকেআরকে তিনবার আইপিএল চ্যাম্পিয়ন করা জিজি। তিনি বলেন, “টিম ইন্ডিয়ার কোচ হতে পারলে দারুণ লাগবে। জাতীয় দলকে কোচিং করানোর মতো সম্মানের আর কিছু হতে পারে না। দেশের ১৪০ কোটি এবং গোটা বিশ্বের আরও বেশি সংখ্যক মানুষকে প্রতিনিধিত্ব করতে পারব। এর চেয়ে বড় পাওনা আর কিই বা হতে পারে।”
এরই সঙ্গে দলকে বিশ্বকাপ জেতানো প্রসঙ্গে গৌতির দাবি, “শুধুমাত্র আমি না, ১৪০ কোটি দেশবাসীই দলকে বিশ্বকাপ জেতাতে সাহায্য করবেন। প্রত্যেকে যদি দলের জন্য প্রার্থনা করেন এবং ভারতের হয়ে খেলার স্বপ্ন দেখেন, তাহলেই আমরা বিশ্বকাপ জিতব। আমাদের নির্ভীক হতে হবে।” গম্ভীরের কথায় আরও যেন স্পষ্ট হয়ে গেল দ্রাবিড়ের জুতোয় এবার পা গলাতে চলেছেন তিনিই।