Sunil Gavaskar

BCCI: দুশ্চিন্তাগ্রস্ত কিংবদন্তি গাভাস্কার! অদূর ভবিষ্যতে ক্রিকেট নির্মাণ কারখানায় কী তালা পড়তে চলেছে?

ইউ এন লাইভ নিউজ: ক্রিকেট বোর্ডের বর্তমান কাজকর্ম নিয়ে রীতিমত দুশ্চিন্তাগ্রস্ত কিংবদন্তি গাভাস্কার। তাঁর ধারণা, বিসিসিআই যেভাবে চলছে তাতে অদূর ভবিষ্যতে ক্রিকেট নির্মাণ কারখানায় তালা পড়তে চলেছে। তাঁর মূল দুশ্চিন্তা সম্প্রতি ভীষণভাবে অবহেলিত হচ্ছে ঘরোয়া টুর্নামেন্ট। সবচেয়ে আকর্ষনীয় রঞ্জি ট্রফি ক্রমশ গুরুত্ব হারাচ্ছে বলেই মনে করছেন তিনি। গাভাস্কার সরাসরি প্রশ্ন তুলেছেন, ভারতীয় ক্রিকেট বোর্ডের ক্রিকেট ক্যালেন্ডার নিয়ে। যখন রঞ্জি ট্রফি চলছে তখন কেন এত বিদেশট্যুর রাখা হচ্ছে? একদিকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে অংশ নিতে অস্ট্রেলিয়া যাচ্ছে জাতীয় দল। সেই সময়ই কেন টি২০ দলের দক্ষিণ আফ্রিকা সফর রাখা হল? এখানেই শেষ নয়, একইসঙ্গে ভারতীয় “A” দলেরও সফর রাখা হয়েছে অস্ট্রেলিয়াতে।

গাভাস্কার মনে করছেন, রঞ্জি ট্রফি চলাকালীন দেশের প্রথম সারির ৬০ জন খেলোয়াড় যদি দেশেই না থাকে তাহলে ঘরোয়া ক্রিকেটের প্রতিদ্বন্দ্বিতার মান নিচে নামতে বাধ্য। অথচ লম্বা ফরমেটের এই প্রতিদ্বন্দ্বিতার আসর থেকেই উঠে আসে দেশের ক্রিকেট তারকারা। এই টুর্নামেন্টের আকর্ষণ কমে গেলে প্রকৃত ক্রিকেটার তৈরি হবে না। এমনটাই উদ্বেগ প্রকাশ করছেন কিংবদন্তি এই ব্যাটসম্যান। শুধু গাভাস্কার নন, সম্প্রতি রঞ্জির হাল নিয়ে প্রশ্ন তুলেছেন একাধিক প্রাক্তন ক্রিকেটার। তাদের অভিযোগ, বহু ক্রিকেটার একবার প্রচারের আলোয় চলে এলেই নিজেকে স্টার ভাবতে শুরু করে এবং রঞ্জি ট্রফি এড়িয়ে যায়। প্রাক্তনদের চাপেই সম্প্রতি এধরনের কিছু প্লেয়ারের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে বিসিসিআই। কিন্তু বোর্ডের আন্তরিকতা নিয়ে প্রশ্ন তোলা বন্ধ হয়নি। গাভাস্কার যেমন বলেছেন, ঘরোয়া টুর্নামেন্ট বিশেষ করে রঞ্জিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনা না করলে বিপদ অবধারিত। এই কঠিন সত্যটা বিসিসিআই যে উপলদ্ধি করেনি, সেটা ৬০ জন ক্রিকেটারকে ঠিক রঞ্জির সময় দেশের বাইরে পাঠিয়ে দেবার পরিকল্পনা থেকেই স্পষ্ট।

About Anannya Chakraborty

Check Also

Horoscope

Thursday’s Horoscope: বৃহস্পতিবার আপনার ভাগ্যে লক্ষ্মী থাকবে কী না, তা মিলিয়ে দেখে নিন আজকের রাশিফলে

ইউ এন লাইভ নিউজ: বৃহস্পতি মানে লক্ষ্মীর বার, তবে আপনার ভাগ্যে কী লক্ষ্মীশ্রী বজায় থাকবে? …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *