FIFA World Cup 2022: জিতেও বিদায় জার্মানির, হেরেও স্পেন শেষ ষোলোয় জাপানের সঙ্গী

স্পোর্টস ডেস্ক: কাতারে আবার এক অঘটন কীর্তি ঘটিয়ে দিল এশিয়ার এক দল – জাপান। ২০১৪ সালের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানিকে বিদায় নিতে হল, গ্রুপ পর্ব থেকেই। হানসি ফ্লিকের জার্মানির বৃহস্পতিবার যা দরকার ছিল, তা হল না। কোস্টারিকাকে হারানো গেলেও জাপান স্পেনকে হারিয়ে দিতেই সব শেষ।

এ যেন, ২০১৮ বিশ্বকাপের পুনরাবৃত্তি। সেবার মেক্সিকো আর এশিয়ার দক্ষিণ কোরিয়ার জয়ে দেশে ফিরে গিয়েছিল জার্মানরা। সেই গ্রুপ পর্বের পরেই! এবার শেষ ম্যাচে জার্মানি জয় পেল ঠিকই, কিন্তু একই গ্রুপের ম্যাচে স্পেনকে হারিয়ে দিয়ে সব হিসেব বদলে দিল এশিয়ার দল জাপান। আর এবার ! জাপানের কাছে হার (১-২), আর স্পেনের সঙ্গে ড্র দিয়ে বিপর্যয়ের শুরু হয়েছিল।

একইদিনে দুটি অভাবনীয় লড়াই দেখলো কাতারের দুটি স্টেডিয়াম। একটি আল বাইত স্টেডিয়াম। আর খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়াম। রোমাঞ্চে ঠাসা দুটি ম্যাচ। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বদলে যাচ্ছিল লড়াইয়ের চেহারা। একটা করে গোলে মুহুর্তে বদলে যাচ্ছিল সমর্থকদের মনের চেহারা। পয়েন্ট টেবিলে টেবিলে ছিল ওঠা আর নামা। কোস্টারিকার বিপক্ষে লড়াইয়ে শুরুতে জার্মানদের মুখে হাসি। আর বিরতির পর তাদের সেই হাসি মুখ বদলে গিয়ে হাজির হয় হতাশা। আর কোস্টারিকা শিবিরে চওড়া হাসি। আর শেষে এই দুই শিবিরই হতাশার কালো মেঘ ছেয়ে গেল। আল খোরের আল বাইত স্টেডিয়ামে একই রাতে রোমাঞ্চকর লড়াইয়ে জার্মানির জয় ৪-২ গোলে। তারপরও কিন্তু আগের বিশ্বকাপের মত টানা দ্বিতীয়বার হল-গ্রুপ পর্ব থেকে বিদায় নিতে হল জার্মানদের। রাশিয়া বিশ্বকাপে গ্রুপ পর্বের শেষ রাউন্ডে এশিয়ার দল দক্ষিণ কোরিয়ার বিপক্ষে হেরে ছিটকে গিয়েছিল। তার আগেরবার চ্যাম্পিয়নের খেতাব জিতেছিল জার্মানি।

আর অপর ম্যাচে, প্রথমার্ধে যেন খেই খুঁজেই পাচ্ছিল না জাপান। সেই দলই বিরতির পর ফিরে এল অন্য মেজাজে। তিন মিনিটের ব্যবধানে স্পেনের জালে বল জড়িয়ে দেয় দুইবার। আরেকটি দুর্দান্ত ঘুরে দাঁড়ানোর স্মরণীয় জয় তুলে আনলো এশিয়ার দেশটি। খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ‘ই’ গ্রুপের শেষ রাউন্ডে ২-১ গোলে জিতেছে জাপান। শুধু শেষ ষোলোর টিকিটই নয়, গ্রুপ চ্যাম্পিয়নও হয়েছে তারাই। চলে গেল বিশ্বকাপের নকআউট পর্বে। হানসি ফ্লিকের দল শেষ ১৬ তে ঢোকার জন্য জয় ছিল প্রাথমিক শর্ত। সেটা হয়। সেই সঙ্গে কামনা ছিল গ্রুপের অন্য ম্যাচটির ফলও যেন তাদের পক্ষে যায়। দারুন ফুটবল খেলে নিজেদের কাজটা তারা ঠিকঠাক করলেও সব সমীকরণ পাল্টে দিল অপর ম্যাচ। আরেক ম্যাচে ছিল চমক ঝলকানি। স্পেনকে ২-১ গোলে হারিয়ে গ্রুপ সেরা হয়ে গেছে জাপান। পরের পর্বে গেল ২০১০ সালের বিশ্ব চ্যাম্পিয়নরা। জার্মানির পয়েন্টও ছিল স্পেনের সমান (৪ পয়েন্ট)। কিন্তু গোল ব্যবধানে অনেক পিছিয়ে যায় জার্মানরা। আর কোস্টারিকা শেষ করল ৩ পয়েন্ট নিয়ে।

ঘটনার ঘনঘটায় যেন মনে হল, জার্মানদের বিপর্যয়ে ক্লাব ফুটবলে পিছিয়ে গেল বুন্দেসলিগা। এবার জাপানের লড়াই, ক্রোয়েশিয়ার সঙ্গে। প্রি কোয়ার্টার ফাইনালে এশিয়ার দেশটিকে লড়ে যেতে হবে আগের বিশ্বকাপের ফাইনালে খেলা দলের সঙ্গে। আর এই ক্রোয়েশিয়া একই দিনের শুরুতে বেলজিয়ামের ( ফিফা রাঙ্কিংয়ে দুই নম্বরে থাকা দল) বিপক্ষে খেলতে নেমে পয়েন্ট জোগাড় করে পরের পর্বে গেছে। আর স্পেন মোকাবিলা করতে নামবে অফ্রিকার দল মরক্কোর সঙ্গে। কানাডাকে হারিয়ে মরক্কো গ্রুপের সেরা দল হয়ে এবার নক আউট পর্যায়ে খেলতে নামবে।

ছবি: সৌ টুইটার।