নিউজ ডেস্ক- আপনাদের বাড়িতে যদি মেধাবি ছাত্রী থাকে এবং উচ্চতর শিক্ষা অর্জনে ইচ্ছুক তাহলে এই স্কলারশিপে আবেদন করা যেতে পারে। প্রগতি স্কলারশিপে আবেদন করলে সর্বোচ্চ ৩০,০০০ টাকা পর্যন্ত বৃত্তি মেলে। এই স্কলারশিপ কীভাবে আবেদন করবেন? আবেদন করতে কী কী লাগবে? আবেদনের শেষ তারিখ কবে? সমস্ত তথ্য নীচে দেওয়া হল।
প্রগতি স্কলারশিপ কী?
প্রগতি স্কলারশিপ United Breweries Limited নামে এক সংস্থার তরফে দেওয়া হয়। নারীদের শিক্ষালাভের জন্য উৎসাহ দানের জন্য এই স্কলারশিপ। উচ্চশিক্ষায় অর্থ যাতে অন্তরায় না হয় তাই এই স্কলারশিপ দেওয়া হয়। নবম শ্রেণী থেকে শুরু করে স্নাতকস্তর পর্যন্ত ছাত্রীরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারেন।
প্রগতি স্কলারশিপের মাধ্যমে কত টাকা করে দেওয়া হয়?
প্রতি ক্লাস এবং কোর্সের হিসেবে প্রগতি স্কলারশিপের মাধ্যমে দেওয়া বৃত্তির অর্থের পরিমাণ আলাদা। প্রগতি স্কলারশিপের মাধ্যমে নবম ও দশম শ্রেণীর ছাত্রীদের ও আইটিআইয়ের শিক্ষার্থীদের বার্ষিক ১০,০০০ টাকা দেওয়া হয়। একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ছাত্রীদের জন্য বছরে ১৫,০০০ টাকা। স্নাতকস্তরের পড়ুয়াদের বার্ষিক ৩০,০০০ টাকা করে দেওয়া হয়ে থাকে।
প্রগতি স্কলারশিপের জন্য আবেদন কারা করবেন?
১. শুধুমাত্র ছাত্রীরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে।
২. আবেদনকারী ছাত্রীকে নবম শ্রেণী থেকে শুরু করে স্নাতক স্তর অবধি পাঠরত হতে হবে।
৩. আগের পরীক্ষায় কমপক্ষে ৬০ শতাংশ নম্বর পেতে হবে।
[ আইটিআইয়ের ছাত্রীদের দশম শ্রেণীতে অন্তত ৩৫% মার্কস পেতে হবে।]
৪. পরিবারের বার্ষিক আয় ৫ লক্ষ টাকার নীচে থাকতে হতে হবে।
৫. স্কলারশিপ প্রদানকারী সংস্থা তথা – United Breweries Limited -এর কর্মচারীদের পরিবারের সদস্যরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন না।
প্রগতি স্কলারশিপের জন্য আবেদন করতে কী কী লাগবে?
১. পরিচয়ের প্রমাণপত্র
২. ঠিকানার প্রমাণপত্র
৩. আগের পরীক্ষার মার্কশীট
৪. ইনকাম সার্টিফিকেট
৫. আবেদনকারী ছাত্রীর ব্যাংকের পাসবুকের কপি
৬. বর্তমান বছরের ফি কাঠামো
৭. বর্তমান শিক্ষাপ্রতিষ্ঠান থেকে নেওয়া টিউশন এবং নন-টিউশন Bonafide সার্টিফিকেট
প্রগতি স্কলারশিপের জন্য কীভাবে আবেদন করবেন?
এই স্কলারশিপের জন্য স্কলারশিপ পোর্টাল তথা- বিদ্যাসারথী স্কলারশিপের অফিসিয়াল ওয়েবসাইট www.vidyasaarathi.co.in -এ যেতে হবে। তারপরে BROWSE AVAILABLE SCHEMES -এই অপশনে ক্লিক করবেন এবং আপনি যে ক্লাস বা কোর্সের জন্য প্রগতি স্কলারশিপে আবেদন করতে চাইছেন, সেটির Apply অপশনে ক্লিক করে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করার সময় প্রয়োজনীয় সমস্ত তথ্য পূরণের পাশাপাশি উপরিউক্ত ডকুমেন্টগুলো স্ক্যান করে আপলোড করে দিতে হবে এবং সবশেষে ফর্মটি সাবমিট করার আগে ভালো করে চেক করে নিতে হবে।
আবেদনের সময়সীমা –প্রগতি স্কলারশিপ ২০২২-২৩ শিক্ষাবর্ষের জন্য অনলাইন আবেদন গত ২৫ শে আগস্ট, ২০২২ তারিখ থেকে শুরু হয়ে গিয়েছে। আবেদনের শেষ তারিখ ২৫ শে সেপ্টেম্বর, ২০২২ ।
আরও পড়ুন- ওয়েসিস স্কলারশিপের আবেদনের স্টেটাস দেখবেন কী করে?
সরকারি, বেসরকারি স্কলারশিপ, অল্পপুঁজিতে ব্যবসা, মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং সংক্রান্ত নানা তথ্য ও খবর পেতে আমাদের ফেসবুক পেজ ফলো করুন অথবা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারেন।
Leave a Reply