নিউজ ডেস্ক: আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স নিয়ে দীর্ঘদিন কাজ করেছেন হিন্টন। নিজের কাজের জন্য একাধিক আন্তর্জাতিক পুরস্কারও পেয়েছেন তিনি। কিন্তু কৃত্রিম বুদ্ধিমত্তার বিকাশ ঘটানোর জন্য দিন রাত এক করে দেওয়া কম্পিউটার বিজ্ঞানী জিওফ্রে হিন্টন নিজের কাজের জন্যই এখন অনুতপ্ত।
গুগল ছাড়ার পরেই এক সাক্ষাৎকারে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে বিশ্ববাসীকে সতর্ক করে দিয়েছেন এআইয়ের ‘গডফাদার।’
সাক্ষাৎকারে কৃত্রিম বুদ্ধিমত্তার গডফাদার বলেছেন, ‘এআইয়ের অপব্যবহার করে চলেছেন একাংশ। এআই চ্যাটবটের বেশ কিছু ভয়ঙ্কর দিক আছে। এই মুহুর্তে হয়তো তারা আমাদের চেয়ে বুদ্ধিমান নয়। কিন্তু অচিরেই আমাদের চেয়ে বেশি বুদ্ধিমান হয়ে যাবে। চ্যাটবট খুব দ্রুতই মানুষের মস্তিষ্ক যে তথ্য ধারণ করে তার চেয়ে বেশি তথ্য ধারন করবে। ভুয়ো ছবি ও তথ্য তৈরিতে যেভাবে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার হচ্ছে তা বিপজ্জনক। এআইয়ের দৌলতে আমরা এমন একটা জায়গায় পৌঁছে যাচ্ছি, সেখানে কোনও আসল আর কোনটা নকল তা আলাদা করা সত্যই কঠিন। তাছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের মতো কর্মসংস্তানের ক্ষেত্রেও বর ধরনের কোপ পড়তে চলেছে।’
গুগল ছাড়া নিয়েও খোলাখুলি কথা বলেছেন এআইযের ‘গডফাদার’ হিন্টন। তাঁর কথায়, ‘আমার বয়স ৭৫ হতে চলল। এখনই অবসরে চলে যাওয়া উচিত। তাছাড়া গুগল সংস্থা সম্পর্কে আমার অনেক কিছু বলার রয়েছে। সংস্থায় থেকে তা বললে অনেককেই প্রশ্ন তুলতে পারেন।’