FIFA World Cup 2022: শেষ আটের আগে গোল্ডেন বুট জেতার দৌড়ে কে কে এগিয়ে?

স্পোর্টস ডেস্ক: টানা ফুটবলের লড়াইয়ে এইবার মিলল দুই দিনের বিশ্রাম। আবার লড়াই শুরু হবে, শুক্রবার-শনিবার। এরমধ্যে গোল্ডেন বুট জয়ের লড়াইয়ে কে কে সামিল – তা এক নজরে দেখে রাখা ভালো।

মধ্যপ্রাচ্যে প্রথম বিশ্বকাপের আসরে প্রথম পর্ব পেরিয়ে শেষ হয়ে গেলো নক-আউটের প্রথম রাউন্ডও ( প্রি কোয়ার্টার ফাইনাল)। কাতারের ফুটবল যুদ্ধে ৩২ দলের লড়াই এখন পৌঁছে গেছে ৮ দলে। বিশ্বকাপ ট্রফি কার হাতে উঠছে তা দেখতে আর ৭ টি ম্যাচের অপেক্ষা।

দ্বিতীয় পর্ব শেষে কোয়ার্টার ফাইনালে খেলা নিশ্চিত করেছে ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স, ইংল্যান্ডের মতো ট্রফি জয়ের হট ফেভারিট দল। আর সেই তালিকায় ঢুকে চমক দেখিয়েছে এক আফ্রিকার দেশ – মরক্কো। সকলে রয়েছে শেষ আটের লড়াইয়ে। আবার স্পেনের মতো খেতাব জয়ের দাবিদার দল ছিটকে গেছে নক-আউট পর্ব থেকেই।

প্রাথমিক লিগ পর্বে ঝলক দেখিয়ে নক-আউটে পৌঁছেও, বড় মঞ্চে আর নিজেদের লড়াই দেখতে পারেনি দক্ষিণ কোরিয়া, জাপান বা সেনেগালের মতো এই দলগুলো।

কোয়ার্টার ফাইনালের লড়াই শুরুর আগে মিলেছে দু’দিনের বিরতি। শেষ আটের পর্বে জিতলে শিরোপা দিকে আরও একধাপ এগিয়ে যাওয়া। হারলে ‘গুড বাই’। দলের হাড্ডাহাড্ডি লড়াই তো চলছেই। এরই মাঝে ফুটবলারদের মধ্যেও শুরু হয়ে গেছে ব্যক্তিগত দক্ষতার লড়াইও। গোল্ডেন বুটের লড়াই। সবচেয়ে বেশি গোল এবার কে করবেন?

দলের জয়ে বড় ভূমিকা রেখে যাঁরা প্রতিপক্ষের জালে বল পাঠিয়েছেন সুযোগ পেলেই , তারাই এখন এগিয়ে রয়েছেন বিশ্বকাপের সেরা গোলদাতার পুরস্কার গোল্ডেন বুট জেতার লড়াইয়ে।

৫ গোল নিয়ে এই মুহুর্তে গোল্ডেন বুটের লড়াইয়ে পয়লা নম্বরে আছেন ফ্রান্সের কিলিয়ান এমবাপে । আবার ৩ গোল করেছেন – লিওনেল মেসি, রিচার্লিসন, বুকায়ো সাকা বা অলিভিয়ের জিরুদ। এঁদের সামনেও সুযোগ আছে গোল্ডেন বুটের লড়াইয়ে একে অপরকে টেক্কা দিয়ে সেরা হওয়ার।

শুক্রবার (৯ ডিসেম্বর) থেকে শুরু হয়ে যাচ্ছে কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের লড়াই। আসুন, এই সুযোগে এক নজরে দেখে নেওয়া যাক শেষ আটের লড়াইয়ের আগে গোল্ডেন বুটের দখল নিতে এগিয়ে রয়েছে কোন কোন তারকারা-

গোলদাতা গোল সংখ্যা
কিলিয়ান এমবাপ্পে (ফ্রান্স) ৫ গোল
লিওনেল মেসি (আর্জেন্টিনা) ৩ গোল
রিচার্লিসন (ব্রাজিল) ৩ গোল
অলিভিয়ের জিরুদ (ফ্রান্স) ৩ গোল
কোডি গ্যাকপো (হল্যান্ড) ৩ গোল
বুকায়ো সাকা(ইংল্যান্ড) ৩ গোল
গঞ্জালো রামোস ( পর্তুগাল) ৩ গোল

ছবি: সৌ টুইটার।

About Dipankar Guha

Check Also

ranji trophy

Ranji Trophy: রঞ্জি ট্রফির বাংলা – কেরল ম‍্যাচ ড্র! ইশান পোড়েলের দুরন্ত বোলিং নিল ৬ উইকেট

ইউ এন লাইভ নিউজ: প্রত‍্যাশিত ভাবেই রঞ্জি ট্রফির বাংলা – কেরল ম‍্যাচ ড্র হয়ে গেল। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *