ইউ এন লাইভ নিউজ: পুজোর আগে সুখবর শোনাল রাজ্য সরকার। শুক্রবার অর্থাৎ ৪ অক্টোবর দ্বিতীয়া, আর এই মাতৃপক্ষেই উচ্চমাধ্যমিক পড়ুয়াদের উপহার দেওয়ার খবর জানানো হল। রাজ্যসরকারের তরফে শুক্রবার থেকেই ‘তরুণ স্বপ্ন’ প্রকল্পের মাধ্যমে রাজ্যের সরকারি ও সরকার পোষিত স্কুল গুলির একাদশ ও দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের ট্যাব কেনার জন্য ১০হাজার টাকা করে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। মনে করা হচ্ছে আগামী ৩-৪ দিনের মধ্যেই রাজ্যের ১৬ লক্ষ পড়ুয়া সেই টাকা পেয়ে যাবে। এর জন্য রাজ্য সরকারের তরফে ১৩৩ কোটি ৫৭ লক্ষ ৯০ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে। সেপ্টেম্বর মাসেই রাজ্য সরকারের এই ট্যাবের টাকা দেওয়ার কথা ছিল, কিন্তু রাজ্যের বন্যা পরিস্থিতির কারণে সেই সিদ্ধান্ত স্থগিত রাখা হয়েছিল। সেই টাকাই শুক্রবার থেকে দেওয়া শুরু হচ্ছে।
প্রসঙ্গত উল্লেখ্য, কোভিডের সময়ে লকডাউনের জেরে বন্ধ হয়ে গিয়েছিল সব স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়। তার জেরে সব থেকে বেশি ধাক্কা খেয়েছিল স্কুল পড়ুয়ারা। পরবর্তী সময়ে অনলাইনে স্কুলের পড়াশোনা চালু হলেও অনেকেই সেই সময় অনলাইনে ক্লাস করতে পারেনি বাড়িতে মোবাইল না থাকায়। সেই সমস্যার কথা মাথায় রেখেই মুখ্যমন্ত্রী স্কুলপড়ুয়াদের মোবাইল কিনে দেওয়ার প্রক্রিয়া শুরু করেন। কোভিড পরবর্তীকালে সিদ্ধান্ত নেওয়া হয়, ‘তরুণের স্বপ্ন’ নামের এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের সরকারি ও সরকার পোষিত স্কুলের দ্বাদশ শ্রেনীর পড়ুয়াদের ট্যাব কেনার জন্য ১০ হাজার টাকা করে দেওয়া হবে। মূলত তাঁদের উচ্চশিক্ষার ক্ষেত্রে সহায়তার জন্যই এই উদ্যোগ নিয়েছিলেন মুখ্যমন্ত্রী।
পরবর্তীকালে দেখা যায়, দ্বাদশ শ্রেনীর পড়ুয়ারা ট্যাব কেনার টাকা পেলেও সময়মতো তা কিনতে পারছে না। কেননা টাকা হাতে আসার সময় দেখা যাচ্ছে, উচ্চমাধ্যমিক পরীক্ষা কার্যত দোরগড়ায় এসে দাঁড়িয়েছে। এই অসুবিধার কথা জানতে পেরে মুখ্যমন্ত্রী সিদ্ধান্ত নেন, আর দ্বাদশ শ্রেনীতে এই ট্যাবের টাকা দেওয়া হবে না। পরিবর্তে তা দেওয়া হবে একাদশ শ্রেনীতেই। সেই হিসাবে এবারেই প্রথম একাদশ শ্রেনীর পড়ুয়াদের ট্যাব কেনার জন্য ১০ হাজার টাকা করে দেওয়া হচ্ছে। তবে এই বছর দ্বাদশ শ্রেনীর পড়ুয়ারাও ট্যাব কেনার টাকা পাচ্ছে। আগামী বছর থেকে শুধুমাত্র একাদশ শ্রেনীর পড়ুয়ারাই ট্যাব কেনার টাকা পাবে। যে সব পড়ুয়াদের পরিবারের বার্ষিক আয় ২ লক্ষ টাকার কম, তারা আবেদন করতে পারে এই ট্যাবের টাকা পাওয়ার জন্য।
Leave a Reply