Kolkata to Digha

Digha Special Train: ভ্রমণ পিপাসুদের জন্য সুখবর, কলকাতা-দিঘা স্পেশ্যাল ট্রেন পরিষেবা

ইউ এন লাইভ নিউজ: সমুদ্র বা পাহাড় যাই হোক না কেন, বৃষ্টির মধ্যে যে কোনো ঘোড়ার জায়গায় প্রিয় হয়ে ওঠে। বৃষ্টিতে সমুদ্রের তীরে বসে ঢেউ দেখায় হোক বা পাহাড়ের কোলে বসে মেঘের খেলা দেখা। দক্ষিণবঙ্গে বসবাসকারী প্রথমে যে জায়গা গুলির নাম ভাবে তা হল দিঘা-পুরী-দার্জিলিং। শনি, রবিবার ছুটি পেলেই ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়তে ইচ্ছা হয় আর দুদিনের জন্য ছুটি পেলেই বাঙালিদেড় প্রথম যে জায়গার কথা মনে পরে তা হল দিঘা। বাঙালিরা সব সময়ই ভ্রমণ পিপাসু। আর সেই ভ্রমণ প্রেমীদের জন্য সুখবর। তিলোত্তমার বাসিন্দাদের জন্য এবার দারুণ সুযোগ আনছে পূর্ব রেল।

পূর্ব রেলের তরফে কলকাতা থেকে দিঘা একটি বিশেষ ট্রেন পরিষেবা ট্রেন চালু করা হচ্ছে। ৩০০০ বার্থ এবং ১০ হাজার আসন বিশিষ্ট একটি ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে পূর্ব রেলের তরফে। কলকাতা স্টেশন থেকে দিঘা এবং ফিরতি পথে দিঘা থেকে কলকাতা স্টেশন পর্যন্ত এই ট্রেন চালু করা হচ্ছে। ০৩১৬১ কলকাতা–দিঘা স্পেশাল ট্রেনের ঘোষণা করা হয়েছে পূর্ব রেলের তরফে। রেলের তরফে জানায় হয়েছে, চলতি সপ্তাহে আগামী ৭ জুলাই রবিবার থেকে এই বিশেষ ট্রেন চালু করা হচ্ছে। সপ্তাহে দুদিন অর্থাৎ শনিবার ও রবিবার এই ট্রেন চলবে। তবে, এই বিশেষ ট্রেন আগামী ৭ জুলাই থেকে ২৮ জুলাই পর্যন্ত চলবে।

কলকাতা স্টেশন থেকে প্রতি শনিবার ও রবিবার ট্রেনটি ছাড়বে দুপুর ২টো নাগাদ। ট্রেনটি দিঘা গিয়ে পৌঁছবে আনুমানিক সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে। ফিরতি পথে ওই দুই দিঘা থেকে ট্রেনটি ছাড়বে সন্ধ্যা ৭.১০ মিনিটে। যেটা আনুমানিক রাত ১১.৫৫ নাগাদ কলকাতা স্টেশন এসে পৌঁছবে। ট্রেনটি আন্দুল, উলুবেড়িয়া, বাগনান, মেছেদা, তমলুক এবং কাঁথি স্টেশনে উভয় দিকেই থামবে। এই ট্রেনটিতে সেকেন্ড সিটিং, স্লিপার ক্লাস, এসি, জেনারেল কোচ থাকছে।