Hyderabad FC

Hyderabad FC: ফুটবল জগতে স্বাধীনতা দিবসেই সুখবর, হায়দ্রাবাদ এফসি নিয়ে ফের বড় সিদ্ধান্ত

ইউ এন লাইভ নিউজ: বিগত একবছর আর্থিক সমস্যায় প্রবলভাবে ধুঁকতে থাকা হায়দ্রাবাদ এফসি নিয়ে স্বাধীনতা দিবসেই এসেছে সুখবর। বর্তমান মালিকপক্ষের কাছ থেকে ক্লাবটির ১০০% মালিকানাই কিনে নিতে চলেছে বিসি জিন্দাল গ্রুপ। খুব শীঘ্রই এই নিয়ে সমস্ত আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে বলে জানিয়েছে দুপক্ষই। অর্থাৎ ক্লাবটি বন্ধ হচ্ছে না, এব্যাপারে নিশ্চিন্ত হওয়াই যায়। কিন্তু ধোঁয়াশা কাটছে না একটা বিষয় নিয়ে, সেটা হল নতুন মালিকপক্ষ এত তাড়াতাড়ি ক্লাবের সকল সমস্যা মিটিয়ে কিভাবে এবারের আইএসএলে অংশ নেবেন! একটা যুদ্ধ জেতার পর বর্তমানে হায়দ্রাবাদ এফসি-র সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী অবশ্যই সময়।

আগামী ১৩ সেপ্টেম্বর শুরু একাদশ আইএসএল, অর্থাৎ একমাসও বাকি নেই এখনও। এরই মধ্যে হায়দ্রাবাদ এফসি-র নতুন মালিকদের ক্লাবের পূর্বতন খেলোয়াড়, কোচেদের সমস্ত বকেয়া শোধ করে, ফিফার জরিমানা পরিশোধ করে ট্রান্সফার ব্যান হটিয়ে নতুন খেলোয়াড় সই করাতে হবে। পিএসসি-তে যাওয়া সাজাদ ও মাকানকে বাদ দিলে বর্তমানে হায়দ্রাবাদ এফসি-র কাছে মাত্র দশজন ফুটবলার আছে, যাদের নিয়ে আইএসএল খেলতে নেমে পড়া অসম্ভব। তাদের কাছে আলাদা করে রিজার্ভ দল বা অ্যাকাডেমিও নেই, যেখান থেকে ফুটবলারদের সিনিয়র দলে আনতে পারবে। ফলে ফিফার ব্যান উঠিয়ে, ৩১ আগস্ট ট্রান্সফার উইন্ডোর ডেডলাইনের মধ্যে দলে পর্যাপ্ত সংখ্যক ফুটবলার অন্তর্ভুক্ত করতে না পারলে তাদের এবারের মতো আইএসএল খেলার ইচ্ছা ত্যাগ করতে হবে।

মোটামুটি বেশীরভাগ ফুটবলারই বিভিন্ন দলে চলে যাওয়ায় নিজামদের কাছে বিকল্পও তেমন নেই। তাই বিনিয়োগকারী পেলেও তারা একবছর গুছিয়ে নিয়ে একেবারে পরের আইএসএলে অংশ নিতে চাইলেও অবাক হওয়ার কিছু নেই। তবে আশা করা যায় বিনিয়োগকারীর সমস্যা মিটিয়ে ফেলার পর এই সমস্যাটাও আগামী কয়েকদিনের মধ্যে মিটিয়ে ফেলবে হায়দ্রাবাদ। নতুন মালিকরাও মনে হয়না দল কিনে নিয়ে একবছর আইএসএল না খেলে বসে থাকতে চাইবেন বলে। সেক্ষেত্রে এফএসডিএলের সঙ্গে বসে নিশ্চয় এই বিষয়েও কিছু সমাধানসূত্র বের করবেন তাঁরা।