নিউজ ডেস্ক: সম্প্রতি নিয়োগ দুর্নীতি কাণ্ডে সামনে এসেছে এক রহস্যময়ীর নাম। নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষের মুখেই উঠে আসে হৈমন্তী গঙ্গোপাধ্যায়ের নাম। তারপরেই প্রশ্ন উঠছে, কে এই হৈমন্তী? নিয়োগ দুর্নীতি কাণ্ডে কীভাবে যুক্ত এই রহস্যময়ী?
সূত্রের খবর, কুন্তল দাবি করেছেন, গোপাল দলপতির স্ত্রী হৈমন্তী গঙ্গোপাধ্যায়। কালীঘাটের কাকু রহস্যের কিনারা করতে গিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারীকদের জেরার মুখে উঠে আসে গোপাল দলপতির নাম। সিবিআই সূত্রের দাবি, গোপাল দলপতিকে হৈমন্তীর বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন হৈমন্তীর সঙ্গে তাঁর ডিভোর্স হয়ে গেছে। হৈমন্তী কোথায় তিনি জানেন না। তাঁর কোনও ফোন নম্বরও তাঁর কাছে নেই।
জানা গেছে, হাওড়ার বাকসাড়া রোডে হৈমন্তীর বাপের বাড়ি। সেকানেই থাকেন বাবা-মা ও ছোট বোন। ১০ দিন আগে ওই বাড়িতে গিয়েছিলেন হৈমন্তী। হৈমন্তীর মা জানান, গোপাল দলপতির সঙ্গে ভালোবেসে বিয়ে করেছিলেন হৈমন্তী। কিন্তু পরে ডিভোর্স হয়ে যায়। এখন সেই বাড়িতে হৈমন্তী থাকেন না। তবে প্রশ্নের মুখে তিনি স্বীকার করেন, বাড়ি লোকের অসুস্থতার খবর পেয়ে ১০-১২ দিন আগে বাড়িতে এসেছিলেন হৈমন্তী।
Leave a Reply