Abhishek Banerjee: ‘আবাস হলে বাচ্চাগুলোকে হাসপাতালে ভর্তি হতে হত না’, ফের কেন্দ্রকে একহাত অভিষেকের

ইউ এন লাইভ নিউজ ডেস্ক: প্রাকৃতিক দুর্যোগে আহতদের দেখতে শিলিগুড়ি হাসপাতালে অভিষেক বন্দ্যোপাধ্যায়। রোগীদের কাছে গিয়ে তাঁদের সঙ্গে কথা বলেন তিনি। চিকিৎসকদের সঙ্গেও কথা বলেন অভিষেক। আশ্বাস দেন পাশে থাকার। এদিনও নার্সিংহোম চত্বর থেকে বিরোধী দলনেতাকে নাম না করে আক্রমণ করেন তৃণমূলের ‘সেনাপতি’। বিরোধী শিবিরের বিরুদ্ধে দুর্যোগকে নিয়ে রাজনীতি করার অভিযোগ তোলেন তিনি। ব্যাপক ক্ষতির জন্য দায়ী করলেন কেন্দ্রকে।

এদিন ঝড়ে আহত শিশুর প্রসঙ্গে টেনে ফের একবার আবাস প্লাস নিয়ে কেন্দ্রীয় সরকারকে নিশানা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘২০১৭-১৮ সাল থেকে যে আবাস প্লাস তালিকা তৈরি হয়েছিল, সমীক্ষা হওয়ার পর থেকে, যদি কেন্দ্রীয় সরকার প্রমাণ করতে পারে, ১০ পয়সা দিয়েছে আমি রাজনীতি ছেড়ে দেব। ১৬ দিন হয়ে গিয়েছে জলপাইগুড়ির মাটি থেকে আমি চ্যালেঞ্জ করেছিলাম। সুকান্ত মজুমদার নিজে বলছেন, ফোন করে দেব, টাকা চলে আসবে। তাহলে টাকা বন্ধ করেছে কে? বিজেপি। দায় কার? যদি আবাস হত, বাচ্চাগুলোকে হাসপাতালে ভর্তি হয়ে থাকতে হত না। এদের মাথার ওপর আঘাত আসত না, চোট লাগত না। এর দায় কার? এর দায় একমাত্র কেন্দ্রীয় সরকার ও বিজেপি নেতাদের। যদি দিয়ে থাকেন শ্বেতপত্র প্রকাশ করুন।’

এ প্রসঙ্গে বিজেপি মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেছেন, “আবাস যোজনার টাকা যদি আসত তাহলে এই বিপর্যয় দেখতে হত না কোনও ভাবেই। এর উপর মানুষের কোনও নিয়ন্ত্রণ নেই। গাছ উপড়ে গেছে। ওনারা বিপর্যয়ের মধ্যে রাজনীতি টেনে আনছেন। এখন মানুষের পাশে দাঁড়ানো দরকার। তাঁদের বাঁচানো দরকার।”