এসএসকেএম হাসপাতালে অগ্নিকাণ্ড দুর্ঘটনা নাকি নাশকতা?

নিউজ ডেস্ক : গত কয়েক বছরের মধ্যে তৃতীয়বার ভয়াবহ আগুনের গ্রাসে এসএসকেএম হাসপাতাল। বৃহস্পতিবার রাত ১০ টা নাগাদ এমার্জেন্সি বিল্ডিংয়ের দোতলায় ল্যাবে আগুনের সূত্রপাত হয়। কোনো প্রাণহানির ঘটনা না ঘটলেও প্রশ্ন উঠেছে, বারবার কেন অগ্নিকাণ্ডের কবলে পড়ছে এই হাসপাতাল? সত্যিই কি দুর্ঘটনা? নাকি এর পেছনে রয়েছে কোনো নাশকতার ছক? এমনই জল্পনা উসকে দিয়েছেন পশ্চিমবঙ্গের স্বাস্থ্য সচিব এনএস নিগম।

বৃহস্পতিবারের অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে তদন্ত। শুক্রবার পশ্চিমবঙ্গের স্বাস্থ্য সচিব এনএস নিগম হাসপাতালে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখে জানিয়েছেন, রাজ্য পরিচালিত এসএসকেএম হাসপাতালে আগুন লাগার নেপথ্যে কোনও নাশকতা রয়েছে কিনা তা খুঁজে বের করার জন্য তদন্ত করা হবে। সূত্রের খবর, আগুন কীভাবে লাগল তা জানতে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হবে। সংগ্রহ করা হবে ফরেন্সিক নমুনাও।

আরও পড়ুন : সিটের মাথায় শেনভি, নিয়োগ দুর্নীতি মামলায় বড় বদল সিবিআইয়ে

এছাড়াও শুক্রবার সকালে হাসপাতালের পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে ঘটনাস্থলে পৌঁছান ডিসি ডিডি স্পেশাল এ বিলাল। এমনকি লালবাজারের গোয়েন্দা বিভাগের আধিকারিকরাও ঘটনাস্থলে গিয়ে অনুসন্ধান চালান। দমকল সূত্রে খবর, দোতলার সিটি স্ক্যান বিভাগ সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে সেন্ট্রাল ল্যাবে নমুনা সংগ্রহ ও রিপোর্ট দেওয়ার পরিষেবা ব্যাহত হয়েছে।

আরও পড়ুন : ‘বোমা মেরে বাবার মতোই উড়িয়ে দেবো’, রাহুল গান্ধীকে খুনের হুমকি চিঠি