দক্ষিণেশ্বরে ভবতারিণীর মন্দিরে পুজো দিলেন রাজ্যপাল, ঘুরে দেখলেন রাধামাধব মন্দির

নিউজ ডেস্ক: পশ্চিমবঙ্গে রাজ্যপাল হয়ে আসার পর রবিবার প্রথম দক্ষিণেশ্বরে গেলেন সি ভি আনন্দ বোস। সঙ্গে ছিলেন রাজ্যপালে স্ত্রীও। এদিন তিনি দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দেন। ঘুরে দেখেন ভবতারিণী মন্দির এবং তার পাশের রাধামাধব মন্দিরও।

সূত্রের খবর, সি ভি আনন্দ বোস ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন, কর্মসূত্রে তিনি যখন কলকাতায় ছিলেন তখন তিনি দক্ষিণেশ্বর মন্দিরে এসেছিলেন। এদিন মন্দির ঘুরে দেখে তিনি খুসি হয়েছেন বলেই মন্দির কর্তৃপক্ষ সূত্রের খবর।

অন্যদিকে রবিবার বিকেলেই মাদার হাউসে যাওয়ার সম্ভাবনা রয়েছে রাজ্যপালের। রাজভবন সূত্রের খবর, বিকেল ৪ টে নাগাদ তিনি মাদার হাউজে যেতে পারেন। মাদার টেরিজার সমাধিস্থলে তিনি পুষ্পার্ঘয নিবেদন করবেন।

বাংলা সম্পর্কে নিজের ভালবাসা এবং আগ্রহের কথা আগেই জানিয়েছেন বোস। বাংলা এবং বাংলার ভাষার প্রতি টান থেকে রাজ্যপাল বাংলা ভাষা শিখতে চান। সেই কারণেই সরস্বতী পুজোর দিন রাজভবনে হাতেখড়ি অনুষ্ঠানের আয়োজনও করা হয়। রাজ্য পালের সেই হাতেখড়ি অনুষ্ঠানকে কেন্দ্র করে বতর্ক ছড়ায় রাজ্য-রাজনীতিতে। রাজ্যপালের হাতেখড়ি প্রসঙ্গে সি ভি আনন্দ বোসকে কটাক্ষ করতেও ছাড়েনি বিজেপির প্রাক্তণ রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। হাতেখড়ি প্রসঙ্গে রাজ্যপালকে কটাক্ষ করার কারণে তীব্র নিন্দা করেছে তৃণমূল।