নিউজ ডেস্ক: রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে রাজ্যপালের হাতেখড়ি হবে সরস্বতী পুজোর দিন। ২৬ জানুয়ারি বৃহস্পতিবার রাজভবনে ‘ইস্ট লনে’ বিকেল ৫টায় অনুষ্ঠিত হবে হাতেখড়ির অনুষ্ঠান। মুখ্যমন্ত্রী ছাড়া অন্যান্যরাও ওই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে রাজভবন সূত্রে খবর।
সি ভি আনন্দ বোস রাজ্যপাল হিসেবে বাংলার দায়িত্ব নেওয়ার পরই বাংলাভাষা নিয়ে তাঁর উৎসাহর কথা জানিয়েছিলেন। বড়দিনে বাংলাভাষায় বই লেখার ইচ্ছের কথাও জানান রাজ্যপাল। রবীন্দ্রনাথ ঠাকুরের ‘কাবুলিওয়ালা’ পড়েছেন বলেও জানান বোস। তিনি বলেন, ছোট্ট মিনির চরিত্রটা আজও আমার মনে দাগ কেটে আছে।
বোস শুধু একাই নন, তাঁর পরিবারেরও যে বাংলাভাষার প্রতি আলাদা অনুরাগ আছে, সেকথাও বারবার শোনা গিয়েছে রাজ্যপালের মুখে। রাজ্যপাল জানিয়েছেন, তাঁর বাবা নেতাজির প্রবল অনুগামী ছিলেন। সেকারণেই তাঁর এবং তাঁর ভাইবোনেদের নামের সঙ্গে বোস জুড়ে দেন তিনি।
বাংলায় রাজ্যপাল হয়ে আসার পর তিনি ঠিক করেছেন, বাংলায় বই লিখবেন। রাজ্যের মানুষের সঙ্গে ভাঙা ভাঙা বাংলাতেই কথা বলবেন। আর
সেই শুভ উদ্যোগের সরকারি সূচনা হবে হাতেখড়ি দিয়েই। সেই হাতেখড়ির উৎসবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিও বেশ তাৎপর্যপূর্ণ।
Leave a Reply