ইউ এন লাইভ নিউজ: লোকসভা নির্বাচনের মুখে বিধিভঙ্গের অভিযোগে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রজত কিশোর দেকে অপসারিত করার নির্দেশ রাজ্যপালের। রবিবার রাতেই গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে আচার্য তথা পশ্চিমবঙ্গের রাজ্যপাল সি বি আনন্দ চিঠি পাঠিয়েই এই নির্দেশ। সোমবার বিষয়টি জানাজানি হতেই গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে তৃণমূল ছাত্র সংগঠন থেকে শুরু করে অধ্যাপকদের সংগঠন ওয়েবকুপার কর্মকর্তাদের মধ্যে চরম অসন্তোষ ছড়িয়েছে।
তৃণমূল পরিচালিত সংশ্লিষ্ট ছাত্র ও শিক্ষা সংগঠনের একাংশ কর্মকর্তারা রাজ্যপালের এই ভূমিকা নিয়েও ধিক্কার জানিয়েছেন। নির্বাচন চলাকালীন বিধি বঙ্গের অভিযোগের পরিপ্রেক্ষিতে এরকম পদক্ষেপ নেওয়া যায় কিনা সে ব্যাপারেও প্রশ্ন তুলে দিয়েছে ওয়েবকুপার কর্মকর্তারা। তৃণমূল পরিচালিত কলেজ ও বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের সংগঠন ওয়েবকুপার রাজ্যের সহ-সভাপতি তথা বিশিষ্ট অধ্যাপক ড. মনিশংকর মন্ডল জানিয়েছেন, সম্প্রতি তৃণমূলের অধ্যাপক ও অধ্যাপিকাদের এই সংগঠনের কনভেনশনকে ঘিরেই নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগ উঠেছিল। যা সম্পূর্ণ ভিত্তিহীন। কোনরকম নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করা হয় নি। শুধু বিশ্ববিদ্যালয়ের মাঠটুকু ব্যবহার করা হয়েছিল। তাও আচার্য তথা রাজ্যপাল এবং বিশ্ববিদ্যালয়ের ইসি কমিটির নির্দেশ মেনে। পাশাপাশি নির্বাচন কমিশনের পোর্টালেও এই সম্মেলন করার জন্য অনুমতি নেওয়া হয়েছিল। কিন্তু এখন ওয়েবকুপার কনভেনশনের অজুহাত দেখিয়েই গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে অপসারিত করা হল। এই ঘটনায় আমরা রাজ্যপালের ভূমিকায় ধিক্কার জানাচ্ছি।
উপাচার্য রজত কিশোর দে আরও বলেন, ‘রাজ্যপালের ভূমিকাতে মনে হচ্ছে যেন ওনাকে কেউ পরিচালনা করছে । ওয়েবকুপার সম্মেলন হয়েছিল শনিবার । সেখানে কি হয়েছিল, তাদের অনুমতি কি ছিল সেটাও বলতে পারবো না। এখানে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের কোনো ভূমিকা নেই। তা সত্ত্বেও আমার বিরুদ্ধ একটা চক্রান্ত করা হয়েছিল। কিন্তু রাজ্য প্রশাসন সেই বিষয়টি তদারকি করেই আমাকে পুনরায় এই বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের পদে বহাল থাকার নির্দেশ দিয়েছে।’
Leave a Reply