Gujarat Assembly Election 2022: টুইট বিতর্ক দিয়ে শুরু গুজরাটের প্রথম দফার নির্বাচন

নিউজ ডেস্ক: বেজে গিয়েছে গুজরাটের বিধানসভা নির্বাচনর দামামা। দুই দফায় গুজরাটে চলবে ভোটগ্রহণ পর্ব। বৃহস্পতিবার প্রথম দফার ভোটগ্রহণ। প্রথম দফায় ১৯টি জেলা জুড়ে ৮৯টি আসনে ভোট গ্রহণ করা হবে। যার মধ্যে রয়েছে রাজ্যের দক্ষিণ অংশের কচ্ছ এবং সৌরাষ্ট্রও। মোট প্রার্থীর সংখ্যা ৭৮৮। জাতীয় নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী, আজ সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে, বিকেল ৫টায় শেষ হবে ভোট গ্রহণ। বিজেপি ও কংগ্রেস দুই দলই ৮৯টি আসনে প্রার্থী দিয়েছে। এবারে শাসক দল বিজেপির অন্যতম প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছে আম আদমি পার্টিও। ২০১৭ সালের নির্বাচনে এই ৮৯ টি আসনের মধ্যে বিজেপি জিতেছিল ৪৮টি আসনে। কংগ্রেসের ঝুলিতে ছিল ৪০টি আসন, একটি আসনে জয়ী হয়েছিল নির্দল প্রার্থী। জাতীয় নির্বাচন কমিশন সূত্রে খবর, প্রথম দফায় ভোটারের সংখ্যা ২ কোটি ৩৯ লাখ ৭৬ হাজার ৬৭০ জন। দ্বিতীয় দফায় ফের গুজরাটে ভোট হবে ৫ ডিসেম্বর।

ভোট শুরুর মুখে টুইট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে তিনি লেখেন, “আজ গুজরাটে প্রথম দফার নির্বাচন হচ্ছে। সবাইকে বলব ভোট দেওয়ার জন্য। বিশেষত যাঁরা প্রথমবার ভোট দিচ্ছেন তাঁরা রেকর্ড সংখ্যায় ভোট দিন।”

অন্যদিকে, টুইট করেছেন আপ নেতা তথা দিল্লির উপ-মুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়া। তিনি সরাসরি আপের নির্বাচনী প্রতিশ্রুতি স্মরণ করিয়ে ভোট চেয়েছেন সাধারণের কাছে। তিনি লিখেছেন, বিনামূল্যে শিক্ষা-স্বাস্থ্যের ব্যবস্থা যারা করবে তাদেরই ভোটটা দিন। অন্যদিকে অবাধ ও শান্তিপূর্ণ ভোটের আহ্বান জানিয়েছেন মূখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার।

নরেন্দ্র মোদি এবং মনীশ সিসোদিয়ার নির্বাচনের দিন সোশ্যাল মিডিয়ায় প্রচার করা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন তুলেছে বিরোধীপক্ষ। আবার কেউ কেউ মন্তব্য করেছেন যেহেতু দ্বিতীয় দফার ভোটের প্রচারে কোনও বিধিনিষেধ নেই, তাই মোদি, সিসোদিয়াদের টুইট নিয়ে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ তোলা কঠিন।

এদিকে, প্রথম দফার প্রার্থীদের মধ্যে উল্লেখযোগ্য রয়েছেন ক্রিকেটার রবীন্দ্র জাদেজার স্ত্রী রিভাবা (জামনগর-উত্তর, বিজেপি), ‘গডমাদার’ সন্তোকবেনের ছেলে তথা ‘বাহুবলী’ বিদায়ী বিধায়ক কান্ধাল জাদেজা (কুটিয়ানা), প্রাক্তন বিরোধী দলনেতা পরেশ ধনানী (অমরেলী, কংগ্রেস) এবং আম আদমি পার্টি (আপ)-র ‘মুখ্যমন্ত্রী পদপ্রার্থী তথা টিভি সঞ্চালক ইসুদান গাধভী (খম্বালিয়া), ভারতীয় ট্রাইবাল পার্টির নেতা তথা বিদায়ী বিধায়ক ছোটু ভাই ভাসাভা (ঝাগাড়িয়া)।

About Saswata Das

Check Also

ranji trophy

Ranji Trophy: রঞ্জি ট্রফির বাংলা – কেরল ম‍্যাচ ড্র! ইশান পোড়েলের দুরন্ত বোলিং নিল ৬ উইকেট

ইউ এন লাইভ নিউজ: প্রত‍্যাশিত ভাবেই রঞ্জি ট্রফির বাংলা – কেরল ম‍্যাচ ড্র হয়ে গেল। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *