নিউজ ডেস্ক: জল্পনার অবসান। জম্মু থেকে বড় ঘোষণা গুলাম নবি আজাদের। নতুন দল গঠন করে জম্মু ও কাশ্মীরের বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা করেছেন তিনি। এরপরই কংগ্রেস হাইকমান্ডকে তীব্র কটাক্ষ করে আজাদ জানিয়েছেন, ‘কংগ্রেস আমাদের রক্ত দিয়ে তৈরি, কম্পিউটার ও ট্যুইটারে নয়।’
আরও পড়ুন: মত প্রকাশের স্বাধীনতা বিতর্কে অবসরপ্রাপ্ত বিচারপতির সমালোচনা কিরণ রিজিজুর
কংগ্রেস ছাড়ার পর এই প্রথম জম্মুতে জনসভা করলেন গুলাম নবি আজাদ। সভামঞ্চ থেকে তিনি জানিয়েছেন, কংগ্রেস আমরা গঠন করেছি রক্ত আর ঘাম দিয়ে। এখন সেই কংগ্রেস ট্যুইট আর কম্পিউটারে সীমাবদ্ধ। তারাই এখন আমাদের বদনাম করার চেষ্টা করছে। এই কারণেই কংগ্রেসকে এখন আর ময়দানে দেখা যাচ্ছে না।
আরও পড়ুন: ক্ষতিপূরণ ৩৫০০ কোটি, এবার কি হুঁশ ফিরবে রাজ্য সরকারের, প্রশ্ন পরিবেশ কর্মীদের
গুলাম নবি আজাদ তাঁর নতুন দলের বিষয়ে জানিয়েছেন, ‘নতুন দলের নাম এখনও ঠিক করা হয়নি। নাম ও পতাকা ঠিক করবে জম্মু ও কাশ্মীরের জনগণ। আমি আমার দলের জন্য হিন্দুস্তানি কোনো নাম রাখব যাতে সবাই তা উপলব্ধি করতে পারে। আমার দলের মূল বিষয়গুলো হবে পূর্ণ রাজ্যের স্বীকৃতি, ভূমি অধিকার এবং স্থানীয়দের কর্মসংস্থান।’
Leave a Reply