নামছাড়া দল ঘোষণা আজাদের, নিশানায় রাহুল

নিউজ ডেস্ক: জল্পনার অবসান। জম্মু থেকে বড় ঘোষণা গুলাম নবি আজাদের। নতুন দল গঠন করে জম্মু ও কাশ্মীরের বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা করেছেন তিনি। এরপরই কংগ্রেস হাইকমান্ডকে তীব্র কটাক্ষ করে আজাদ জানিয়েছেন, ‘কংগ্রেস আমাদের রক্ত ​​দিয়ে তৈরি, কম্পিউটার ও ট্যুইটারে নয়।’

আরও পড়ুন: মত প্রকাশের স্বাধীনতা বিতর্কে অবসরপ্রাপ্ত বিচারপতির সমালোচনা কিরণ রিজিজুর

কংগ্রেস ছাড়ার পর এই প্রথম জম্মুতে জনসভা করলেন গুলাম নবি আজাদ। সভামঞ্চ থেকে তিনি জানিয়েছেন, কংগ্রেস আমরা গঠন করেছি রক্ত ​​আর ঘাম দিয়ে। এখন সেই কংগ্রেস ট্যুইট আর কম্পিউটারে সীমাবদ্ধ। তারাই এখন আমাদের বদনাম করার চেষ্টা করছে। এই কারণেই কংগ্রেসকে এখন আর ময়দানে দেখা যাচ্ছে না।

আরও পড়ুন: ক্ষতিপূরণ ৩৫০০ কোটি, এবার কি হুঁশ ফিরবে রাজ্য সরকারের, প্রশ্ন পরিবেশ কর্মীদের

গুলাম নবি আজাদ তাঁর নতুন দলের বিষয়ে জানিয়েছেন, ‘নতুন দলের নাম এখনও ঠিক করা হয়নি। নাম ও পতাকা ঠিক করবে জম্মু ও কাশ্মীরের জনগণ। আমি আমার দলের জন্য হিন্দুস্তানি কোনো নাম রাখব যাতে সবাই তা উপলব্ধি করতে পারে। আমার দলের মূল বিষয়গুলো হবে পূর্ণ রাজ্যের স্বীকৃতি, ভূমি অধিকার এবং স্থানীয়দের কর্মসংস্থান।’