Gyanvapi Mosque: “মসজিদ চত্বরে বৈজ্ঞানিক অনুসন্ধান নয়”, বিতর্কিত ‘শিবলিঙ্গে’র কার্বন ডেটিংয়ের আর্জি খারিজ করল আদালত

নিউজ ডেস্ক: ‘শিবলিঙ্গে’র কার্বন ডেটিং। জ্ঞানবাপী মসজিদের চত্বরে ওজুখানায় পাওয়া বিতর্কিত শিবলিঙ্গের বয়স জানার জন্য ‘কার্বন ডেটিং’ পরীক্ষার আবেদন জানানো হয় বারাণসী জেলা আদালতে। মামলার শুনানি একদফা পিছনোর পর, সেই আবেদন খারিজ করেল সিনিয়র বিচারক অজয়কুমার বিশ্বেশ।

মামলার শুনানিতে সিনিয়র বিচারকের বক্তব্য:

সিনিয়র বিচারক অজয়কুমার বিশ্বেশ এই বিষয়ে বলেন,“শিবলিঙ্গের অস্তিত্ব খোঁজার জন্য জ্ঞানবাপী চত্বরে কোনও রকম বৈজ্ঞানিক অনুসন্ধান করা যাবে না।”

বিপক্ষের আইনজীবীর বক্তব্য:

এই প্রসঙ্গে বিপক্ষের আইনজীবী মুমতাজ আহমেদ বলেন, “যদি কার্বন ডেটিংয়ের নামে ওই অংশের কোনও ক্ষতি হয় সেক্ষেত্রে তা সুপ্রিম কোর্টের রায়ের বিরুদ্ধাচারণ হবে।”

পক্ষের আইনজীবীর বক্তব্য:

আবেদনকারীর আইনজীবী রানা সঞ্জীব সিং বলেন, বারাণসীর জেলা আদালত শুক্রবার ‘শিবলিঙ্গ’-এর কার্বন ডেটিং-এর একটি আবেদন প্রত্যাখ্যান করেছে। শিবলিঙ্গটি জ্ঞানব্যাপী মসজিদ প্রাঙ্গণে পাওয়া গেছে বলে দাবি করা হয়েছে।

কী এই মামলা ?

বারাণসীর কাশী বিশ্বনাথ মন্দিরের পাশে জ্ঞানবাপী মসজিদের অন্দরে প্রার্থনা করার জন্য আদালতে আবেদন করেন পাঁচ হিন্দু মহিলা। এর প্রতিবাদে পাল্টা আদালতের দ্বারস্থ হয়েছিল মসজিদ কমিটি। অন্যদিকে, হিন্দুপক্ষ দাবি জানায় মসজিদের অন্দরের পশ্চিমের দেওয়ালে দেবদেবীর মূর্তির অস্তিত্ব রয়েছে। এবং তারা পুজো করতে চান। এর প্রেক্ষিতে মসজিদের অন্তদের ভিডিয়ো সমীক্ষা করার নির্দেশ দেয় বারাণসীর নিম্ন আদালতের বিচারক রবিকুমার দিবাকর। এর পরেই হিন্দু পক্ষের তরফে ২২ সেপ্টেম্বর ‘কার্বন ডেটিং’ পরীক্ষার আবেদন করা হয়। ২০ মে সুপ্রিম কোর্টের নির্দেশে মামলার শুনানির দায়িত্ব পায় বারাণসী জেলা আদালত।

আরও পড়ুন: স্বৈরাচারী শি জিনপিং! বিরল বিক্ষোভে ফুঁসছে চিন