Gyanvapi Shivling Case: জ্ঞানবাপী মসজিদের `প্রস্তাবিত শিবলিঙ্গ’ করতে হবে সংরক্ষণ, নির্দেশ সুপ্রিম কোর্টের

নিউজ ডেস্ক: জ্ঞানবাপী মসজিদ নিয়ে বড় নির্দেশ শীর্ষ আদালতের। জ্ঞানবাপী মসজিদের অন্দরে যে প্রস্তাবিত শিবলিঙ্গ রয়েছে, সেই এলাকাটি সংরক্ষণ করতে হবে। শুক্রবার এমনটাই জানাল সুপ্রিম কোর্ট। এদিন একটি অন্তর্বর্তী রায়ে শীর্ষ আদালত জানায়, কাশী বিশ্বনাথ মন্দির এবং জ্ঞানবাপী মসজিদ চত্বরে যে প্রস্তাবিত শিবলিঙ্গ রয়েছে, তা পরবর্তী শুনানি পর্যন্ত সংরক্ষণ করতে হবে। অর্থাৎ গত ১৭ মের নির্দেশই বহাল রাখল সুপ্রিম কোর্ট। পাশাপাশি, বারাণসী জেলা আদালতে জ্ঞানবাপী মসজিদ নিয়ে হিন্দু মামলাকারীদের আবেদন করার অনুমতিও দিয়েছে সুপ্রিম কোর্ট।

বারাণসীর কাশী বিশ্বনাথ মন্দিরের পাশে জ্ঞানবাপী মসজিদের বাইরের দেওয়াল সংলগ্ন স্থানকে ‘মা শৃঙ্গার গৌরী স্থল’ হিসেবে উল্লেখ করে সেখানে শিবলিঙ্গ রয়েছে বলে দাবি ওঠে। সেই স্থানে প্রার্থনা করার জন্য আদালতে আবেদন করেন পাঁচ হিন্দু মহিলা। পাল্টা আদালতে গিয়েছিল মসজিদ কমিটিও।

হিন্দুদের পক্ষ থেকে দাবি করা হয়, ভিডিয়োগ্রাফি করার সময় ওজুখানায় একটি ‘শিবলিঙ্গ’ পাওয়া গিয়েছে। ওই পাঁচ হিন্দু মহিলার মধ্যে চারজন ‘শিবলিঙ্গ’-এর ‘বৈজ্ঞানিক তদন্তের’ দাবি করেছিলেন। যদিও সেই দাবি খারিজ করে দিয়ছিল আদালত। তবে মসজিদ কমিটির পক্ষ থেকে পালটা দাবি করা হয়েছিল ওই অংশ আাসলে ‘শিবলিঙ্গ’ নয়, তা একটি ফোয়ারা।

আরও পড়ুন: রাজীব গান্ধী হত্যা মামলায় বড় সিদ্ধান্ত, ৬ আসামিকে মুক্তির নির্দেশ সুপ্রিম কোর্টের

জ্ঞানবাপী মসজিদ নিয়ে এই বিতর্ক দীর্ঘদিনের। এর আগেও হিন্দু সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয়েছিল, মসজিদটি যে জমির উপর তৈরি, সেখানে আদতে একটি হিন্দু মন্দির ছিল। মসজিদ চত্বরে ‘দেবদেবীর মূর্তি’ আছে দাবি করে সেগুলি পুজো করার অনুমতি চেয়ে ২০২১-এ বারাণসীর আদালতে আবেদন করেছিলেন হিন্দুপক্ষের পাঁচ মহিলা। সেখান থেকেই এই মামলার শুরু।

আরও পড়ুন: কেম্পেগৌড়ার মূর্তি উন্মোচন থেকে বন্দে ভারত ট্রেনের উদ্বোধন, ২৫ হাজার কোটির প্রকল্প মোদির