ইউ এন লাইভ স্পোর্টস ডেস্ক: ফের একবার নিজের কাঁধে গন্ধমাধব পর্বত তোলার মত টিম কে তুললেন বীর হনুমা। রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনাল। কব্জিতে চিড়। সেই ব্যাথা নিয়েই ব্যাট করলেন তিনি। তবে ডান হাতে নয়, বাঁ হাতে। বাইশ গজে আবারও হার না মানা লড়াই দেখাল হনুমা বিহারী।
হনুমা একজন ডানহাতি ব্যাটসম্যান। কিন্তু মধ্যপ্রদেশের পেস বোলার আবেশ খানের একটা বাউন্সার আচমকা লাগে তাঁর বাঁ হাতের কবজিতে। ফলে বাঁ হাতের কবজিতে চিড় ধরে। তৎক্ষণাৎ চলে যান মাঠের বাইরে। চোটের শুশ্রূষা করে আবার মাঠে যখন ফেরেন হনুমা, সবাইকে অবাক করে দিয়ে ব্যাট ধরে নেন বাঁহাতে। যে কোনও ডান হাতি ব্যাটারের সামনের হাতটা বাঁ হাত। হনুমা বাঁ হাতিদের মতো ব্যাটিং শুরু করায় তাঁর সামনের হাত ডান হাত হয়ে যায়। নিজের চোট পাওয়া বাঁ হাতকে আড়াল করার জন্যই এই সিদ্ধান্ত নেন।
WARRIOR VIHARI!
Broke his wrist and batted left handed with 1 hand! What a true fighter!@Hanumavihari showed the same spirit in Australia and now at the Ranji game. Incredible. #HanumaVihari pic.twitter.com/hMQailJYFi
— Saiyami Kher (@SaiyamiKher) February 1, 2023
৩৭ বলে হনুমা করেন ১৬ রান। এরপরেই আবেশ খানের বলে ছোট লাগে তাঁর। এরপর করানো হল এক্সরে। রিপোর্টে দেখা যায় ৫-৬ থেকে সপ্তাহ তিনি মাঠে নামতে পারবেন না। রঞ্জির কোয়ার্টার ফাইনালের পর অন্ধ্রপ্রদেশ আর তাঁকে পাবে না। ম্যাচের প্রথম দিনে চোটটি পেলেও দ্বিতীয় দিনে ব্যাট হাতে নেমেছিলেন তিনি। তাঁর মাঠে নামার উদ্দেশ্য ছিল টিমের শেষ উইকেটটা রক্ষা করা। এবং তিনি সেটা করতে সফলও হয়েছেন।
তবে, হনুমার এই লড়াই প্রথম নয়। এর আগে ২০২১ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে রবিচন্দ্রন অশ্বিনের সঙ্গে ভারতকে নিশ্চিত হারের হাত থেকে বাঁচিয়েছিলেন। তাঁর করা ১৬১ বলে নট আউট ২৩ রানের সেই ইনিংস এখনও মানুষের মন থেকে মুছে যায়নি। এরই মধ্যে আবার হনুমার এই অভিনব লড়াই নিঃসন্দেহে নজর কেড়েছে ক্রিকেট প্রেমীদের।
Leave a Reply