ইউ এন লাইভ নিউজ: অনুমতি ছিল ৮০ হাজারের, হাথরসের ‘সৎসঙ্গে’ ভিড় করেছিলেন আড়াই লক্ষ! পুলিশের দায়ের হওয়া এফআইআরে তেমনই উল্লেখ রয়েছে। তবে বিভিন্ন সংবাদমাধ্যমের দাবি, ৮০ হাজার নয়, ভিড় হয়েছিল আড়াই লক্ষেরও বেশি। সুরজ পাল ওরফে নারায়ণ সাকার হরি ওরফে সাকার বিশ্ব হরির ডাকে মঙ্গলবার হাথরসে একটি ‘সৎসঙ্গে’র আয়োজন হয়েছিল। ভক্তদের কাছে তিনি ভোলে বাবা নামেও পরিচিত। ‘সৎসঙ্গ’ শেষে ভোলে বাবা ধুলো উড়িয়ে গাড়ি নিয়ে বেরিয়ে যান। সেই ধুলো সংগ্রহ করতেই হুড়োহুড়ি পড়ে যায় ভক্তদের মধ্যে। সেই বিশৃঙ্খলতায় পদদলিত হন নারী, শিশু-সহ বহু মানুষ।
অনুষ্ঠান শেষে ভোলে বাবার কাছে যাওয়ার জন্য ভক্তেরা ‘মারামারি’ শুরু করে দেন। কে আগে তাঁর কাছে পৌঁছবেন, তা নিয়ে হুড়োহুড়ি চলে। কিন্তু লাঠি নিয়ে ভক্তদের তাড়িয়ে দেন ভোলে বাবার সহযোগীরা। অনেকেই এই দুর্ঘটনার জন্য পুলিশের ভূমিকাকে দায়ী করেছেন। তাঁদের মতে, এত বড় সমাবেশের নিরাপত্তায় ছিলেন মাত্র ৪০ জন পুলিশকর্মী। ভিড় সামাল দিতে ব্যর্থ তাঁরা। এই ঘটনার তদন্তের জন্য মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নির্দেশে উত্তরপ্রদেশ পুলিশ একটি বিশেষ কমিটি তৈরি করেছে। দায়ের হয়েছে এফআইআরও।
সেই এফআইআরে নাম রয়েছে ভোলে বাবার সহযোগী তথা সৎসঙ্গের প্রধান সংগঠক দেবপ্রকাশ মধুকর এবং আরও কয়েক জনের।হাথরসের ঘটনায় এখনও পর্যন্ত ১২১ জনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। হাসপাতালে চিকিৎসাধীন আরও অনেকে, তাদের অবস্থা শোচনীয় যার ফলে মৃত্যুর সংখ্যা বাড়তে পারে আরও। এফআইআরে বলা হয়েছে, ওই অনুষ্ঠানে কত লোকের সমাগম হতে পারে বলে আয়োজকেরা আশা করেছিলেন, তা গোপন করা হয়েছিল। এমনকি, ট্রাফিক ব্যবস্থাপনা সম্পর্কে যে শর্তগুলি আরোপ করা হয়েছিল, তা মানেননি আয়োজকেরা। পাশাপাশি তাঁরা দুর্ঘটনার প্রমাণ লোপাট করার চেষ্টাও করেন।
Leave a Reply