শরীর ভালো নেই, জানিয়েও জামিন পেলেন না পার্থ-অর্পিতা

নিউজ ডেস্ক: শরীর ভাল নেই, জানিয়েও জামিন পেলেন না পার্থ-অর্পিতা। শনিবার ব্যাঙ্কশাল আাদালতে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত ইডি-র করা একটি মামলার শুনানি ছিল। শুনানি চলার সময় ভার্চুয়ালি হাজিরা দেন প্রাক্তণ শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়। যদিও দুজনের কেউই এদিন জামিনের আবেদন করেননি বলে জানা গেছে। বিচারক তাঁদের আরও এক মাসের জেলে হেফাজতের নির্দেশ দিয়েছেন। ৭ ফেব্রুয়ারি ফের এই মামলার শুনানি হবে বলে জানিয়েছেন ব্যাঙ্কশাল কোর্টের বিচারক।

এদিন পার্থ চট্টোপাধ্যায় বলেন, শারীরির অবস্থা ভালো নয়। জেলে পর্যাপ্ত চিকিৎসা হচ্ছে না। অন্যদিকে অর্পিতাও জানিয়েছেন, তাঁর শরীর ভাল নেই। জেল কর্তৃপক্ষ, চিকিৎসক সবাইকে সব বললেও প্রয়োজনীয় ওষুধ পাওয়া যাচ্ছে না। সেইসঙ্গে জেলের কক্ষ নিয়েও সমস্যার কথা জানান অর্পিতা।

আরও পড়ুন: Nandigram Divas: নন্দীগ্রাম দিবসের মঞ্চ থেকেই হুঁশিয়ারি কুণালের, পাল্টা শুভেন্দু

এসব নিয়ে অবশ্য কোনও নির্দেশ দেননি বিচারক। তবে দু-জনেরই চিকিৎসা ও ওষুধপত্রের বিষয়টি জেলকর্তৃপক্ষকে দেখার কথা বলেছে আদালত। অন্যদিকে এদিনও জামিন পেলেন না পলাশিপাড়ার তৃণমূল বিধায়ক তথা প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য। তাঁকেও ৭ ফেব্রুয়ারি পর্যন্ত জেল হেফাজতে পাঠিয়েছে আলিপুর আদালত।