নিউজ ডেস্ক: ফের চোখ রাঙাচ্ছে করোনা। ইতিমধ্যে করোনা আক্রান্তের সংখ্যা বেড়েছে চিনে। কোভিড-ঝুঁকি এড়াতে নয়াদিল্লিও তৎপরতা শুরু করেছে। বুধবারই উচ্চ পর্যায়ের বৈঠকে বসেছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য। এই বৈঠকে সবেচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হল, স্বাস্থ্যমন্ত্রী সহ বৈঠকে উপস্থিত সকলেই মাস্ক পরেছেন। বৈঠকের পর মনসুখ মাণ্ডব্য বলেন, কোভিড এখনও শেষ হয়নি। সাধারণ মানুষকে সতর্ক থাকতে হবে।
কোভিড পরিস্থিতি নিয়ে বৈঠকে স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য সহ সকল স্বাস্থ্য আধিকারিকেরই মুখে ছিল মাস্ক। বুধবার বৈঠকের পর মনসুখ মাণ্ডব্য বলেন, “বিশ্বের অনেক দেশেই নতুন করে কোভিড বাড়ছে। সেই প্রেক্ষাপটে ভারতের পরিস্থিতি বিচার করে দেখতে এই বৈঠক। কোভিড এখনও শেষ হয়ে যায়নি। আমি সমস্ত স্তরে সচেতন থাকার এবং নজরদারি চালানোর নির্দেশ দিয়েছি। যে কোনও পরিস্থিতি মোকাবিলায় আমরা প্রস্তুত।”
কোভিড সংক্রমণ রুখতে টিকা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এমনটাই দাবি বিশেষজ্ঞদের। বুস্টার ডোজ নেওয়ার বিষয়েও যথেষ্ট আত্মবিশ্বাসী কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। কিন্তু, কোনওভাবে যাতে কোভিড সংক্রমণের বাড়বাড়ন্ত না হয়, সেজন্য সুরক্ষায় সামান্য খামতিও রাখতে নারাজ কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। বর্তমানে দেশের মানুষের কাছে মাস্ক পরার ব্যাপারটি খুবই অনিয়মিত হয়ে দাঁড়িয়েছে। তবে মাস্ক পরা বাধ্যতামূলক হচ্ছে কিনা নিশ্চিত না হলেও জমায়েতের ব্যাপারে কড়া হতে চলেছে কেন্দ্র।
Leave a Reply