Weather

Weather Report: দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের সতর্কতা জারি, সপ্তাহের শেষে সামান্য বৃষ্টির সম্ভাবনা

ইউ এন লাইভ নিউজ: মার্চের শুরু থেকেই অস্বস্তিকর গরম রাজ্যে। ২ এপ্রিলের মতো বুধবার সকাল থেকে গরম ও অস্বস্তির আবহাওয়া। আবহাওয়া দফতরের তরফে আপাতত ছয় এপ্রিল শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের অন্তত নটি জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে। প্রসঙ্গত উল্লেখ্য, মঙ্গলবার কলকাতা ও আশপাশের এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। অন্যদিকে পশ্চিমের জেলাগুলি যা ছিল ৩৮-৪০ ডিগ্রির মধ্যে। মুর্শিদাবাদের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৯ ডিগ্রির আশপাশে। উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলাও তাল মেলাচ্ছে উচ্চ তাপমাত্রায়।

বুধবার সকালে আবহাওয়া দফতর জানিয়েছে, আজ অর্থাৎ ৩ এপ্রিল ও বৃহস্পতিবার অর্থাৎ ৪ এপ্রিল দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ারের কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুত্‍-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। এছাড়া বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। ৫ এপ্রিল নাগাদ উল্লিখিত জেলাগুলি ছাড়াও কোচবিহার ও উত্তর দিনাজপুরের কোথাও কোথাও হাল্কা বৃষ্টি হতে পারে। ওইদিন দক্ষিণ দিনাজপুর ও মালদহ জেলার আবহাওয়া শুকনো থাকবে বলে পূর্বাভাস আবহাওয়া দফতরের।

হাওয়া অফিসের মোট অনুযায়ী, বুধবার ও বৃহস্পতিবার সাধারণভাবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলির আবহাওয়া শুকনো থাকতে চলেছে। শুক্রবার, পাঁচ এপ্রিল দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরের কোনও কোনও জায়গায় হাল্কা বৃষ্টি হতে পারে। আবহাওয়া দফতর আরও জানায়, আগামী ২৪ ঘন্টায় কলকাতার আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা। গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৭ ও ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। বুধবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৮.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি বেশি। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯১ শতাংশ এবং সর্বনিম্ন ৩০ শতাংশ। গত ২৪ ঘন্টায় কলকাতায় বৃষ্টি হয়নি। উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েকদিনে তাপমাত্রা আরও বৃদ্ধি পাবে বলে সতর্ক করা হয়েছে আবহাওয়া দফতরের তরফে।