ইউ এন লাইভ নিউজ: দুর্গাপুর পৌরসভার ১২ নং ওয়ার্ডে ধুন্ধুমার পরিস্থিতি। মুখোমুখি সংঘর্ষে জড়াল তৃণমূল আর বিজেপি।
বিজেপির কর্মী-সমর্থকরা দীর্ঘক্ষণ রাস্তা অবরোধ করে রাখেন। তৃণমূল কর্মী-সমর্থকদের ওপর তাঁরা হামলা এবং বাইক ভাঙচুরের অভিযোগ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে দুর্গাপুর থানার এসিপির নেতৃত্বে আসানসোল-দুর্গাপুরের কমিশনারেটের পুলিশ আধিকারিকেরা বিশাল সংখ্যায় পুলিশ বাহিনী এবং ‘ক্যুইক রেসপন্স টিম’ নিয়ে উপস্থিত হন ঘটনাস্থলে।
ঘটনাস্থলে পৌঁছান দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষ্মণ চন্দ্র ঘোড়ুই। সেখানে পৌঁছেই বিধায়ক রাজ্য পুলিশের তৎপরতা এবং নিরপেক্ষতার ওপর প্রশ্ন তোলেন। তিনি বলেন, ”তৃণমূলের বাইকবাহিনী ঘোরাঘুরি করার সময়ে পুলিশ তাদের আটকাচ্ছে না। কিন্তু বিজেপিকে আটকানো হচ্ছে।” তাঁর দাবি, ”মানুষকে ঘর থেকে বেরোতে দিতে হবে। তাঁদেরকে ভোটদান করতে দিতে হবে।”
এক পুলিশকর্মী তাঁকে মামলা করতে বলায় লক্ষ্মণ ঘোড়ুই পুলিশের ওপর নিজের ক্ষোভ উগড়ে করে বলেন, ”তৃণমূলের গুন্ডাবাহিনী এতক্ষণ ধরে ঘুরে বেড়াচ্ছে, মানুষের ভোটদানে বাঁধা দিচ্ছে, মা-বোনদের ওপর অত্যাচার করছে কিন্তু তাদের পুলিশ কেন বাঁধা দিচ্ছে না ? কেন তাদের অ্যারেস্ট করছে না ? শুধু কেন বিজেপিকেই আটকানো হচ্ছে ?” তারপর বিজেপি বিধায়ক হুঙ্কার তোলেন, ”তৃণমূল যতই চেষ্টা করুক কিন্তু আমরা দুর্গাপুরকে সন্দেশখালি হতে দেব না।”
Leave a Reply