ইউ এন লাইভ নিউজ: মঙ্গলবার পশ্চিমবঙ্গ ছাত্রসমাজের ডাকা নবান্ন অভিযান ঘিরে ক্রমশ রাজনৈতিক উত্তাপ বাড়ছে। নবান্ন অভিযান নিয়ে তুলকালাম হয়ে রয়েছে কলকাতা। পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে শুরু হয়ে গিয়েছে খণ্ডযুদ্ধ। পুলিশকে লক্ষ্য করে ইট ও পাথর ছোড়া হচ্ছে বলেও জানা যাচ্ছে। অভিযোগ, সাঁতরাগাছিতে ব্যারিকেড ভাঙতেই পালটা লাঠিচার্জ পুলিশের। কোণা এক্সপ্রেসওয়েতে বসে পড়লেন মিছিলকারীরা।
অন্যদিকে হাওড়া ব্রিজে বিক্ষোভকারীদের ও পুলিশদের মধ্যে সংঘর্ষ শুরু হয়ে গিয়েছে। জল কামান ছোড়া হয়েছে পুলিশদের পক্ষ থেকে। পরিস্থিতিকে হাতে আনতে আন্দোলনকারীদের ওপর কেবল জল কামানই নয় ছোড়া হয়েছে টিয়ার গ্যাসও। হাওড়া সেতুতেও পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা করে বিক্ষোভকারীরা। ব্যারিকেডের একাংশ ভাঙতেই জলকামান চালানো শুরু করেছে পুলিশ। ব্যবহার করা হচ্ছে কাঁদানে গ্যাসও। চলছে লাঠিচার্জ। পুলিশের ত্রিমুখী আক্রমণে ছত্রভঙ্গ বিক্ষোভকারীরা।
অপর দিকে, সাঁতরাগাছিতে ছড়িয়ে পড়েছে উত্তেজনা। সাঁতরাগাছিতে পুলিশের ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করছে বিক্ষোভকারীরা। পুলিশকে লক্ষ্য করে ইটও ছোড়া হয় বলে অভিযোগ। পাল্টা লাঠিচার্জ পুলিশের। পুলিশের লাঠিচার্জে ছত্রভঙ্গ বিক্ষোভকারীদের জমায়েত।
Leave a Reply