Weather

Weather Report: ভারী বৃষ্টির আশঙ্কা উত্তরবঙ্গে, সপ্তাহান্তে দক্ষিণবঙ্গে কমতে পারে বৃষ্টি

ইউ এন লাইভ নিউজ: বৃষ্টিপাতের জেরে নাজেহাল হয়ে আছে সারা ভারত। বৃষ্টিপাত ও দুর্যোগ পরিস্থিতির জেরে কেরল, হিমাচল প্রদেশ, দিল্লি বিপর্যস্ত। বৃহস্পতিবার দিনভর বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে এমনই জানিয়েছে আবহাওয়া দফতর। উত্তরবঙ্গের জেলা গুলিতেও ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে। সপ্তাহান্তে বৃষ্টি কমতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। সকাল থেকেই বিক্ষিপ্তভাবে বৃষ্টি হয়ে চলেছে সারা দক্ষিণবঙ্গে।

বৃষ্টির কারণে তাপমাত্রাও একলাফে অনেকটাই কমেছে। এদিন শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩০ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। গত ২৪ ঘণ্টায় কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.১ ডিগ্রি সেলসিয়াস কম এবং বৃহস্পতিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৮.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.৬ ডিগ্রি সেলসিয়াস বেশি।

বৃহস্পতিবার পূর্ব বর্ধমান, হুগলি এবং পশ্চিম মেদিনীপুরে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতে। অপেক্ষাকৃত বেশি বৃষ্টিপাত হতে পারে হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান, বাঁকুড়াতে। শুক্রবার ভারী বৃষ্টিপাত হতে পারে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, বীরভূমে। কলকাতা সহ অন্যান্য জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শনিবার থেকে কমবে বৃষ্টিপাত, আশ্বাস আলিপুর আবহাওয়া দফতরের।