ইউ এন লাইভ নিউজ: সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে সক্রিয় মৌসুমী বায়ু। রাজ্যের প্রায় সব জায়গাতেই বৃষ্টি হয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তর বাংলাদেশ এবং সংলগ্ন এলাকার ওপরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এছাড়া উত্তর-পশ্চিম বিহার থেকে দক্ষিণ অসম পর্যন্ত একটি অক্ষরেখা রয়েছে। আরেকটি অক্ষরেখা রয়েছে দক্ষিণ-পূর্ব পাকিস্তান থেকে বাংলাদেশ পর্যন্ত। এই পরিস্থিতিতে রাজ্যের সব জেলাতেই বুধবার ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। তুলনামূলক বেশি সতর্কতা উত্তরবঙ্গের ছয় জেলায়। বুধবার বিকেলে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, আগামী সাতদিন সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
এদিনের বাকি সময়ে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও উত্তর দিনাজপুরে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। যে কারণে কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে। এই সময় দক্ষিণ দিনাজপুর ও মালদহে ভারী বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। যে কারণে কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে। রবিবার এই পাঁচয় জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা। বৃহস্পতিবার উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদহ জেলায় ভারী বৃষ্টি হতে পারে। শুক্রবার ভারী বৃষ্টি হতে পারে উত্তর দিনাজপুরে।
দক্ষিণবঙ্গ আগামী সাত দিন
বুধবার বিকেলে দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, আগামী সাতদিন সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বুধবার দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই ভারী বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার ভারী বৃষ্টি হতে পারে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদে। বুধবার বিকেলে আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ সাধারণভাবে মেঘলা থাকবে। কয়েক পশলা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের পূর্বাভাস রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৯ ও ২৫ ডিগ্রি সেলসিয়াস।
Leave a Reply