মঙ্গলবার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা, মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা আবহাওয়া দফতরের

নিউজ ডেস্ক : রবিবার থেকেই শুরু হয়ে গেছে বৃষ্টি। দক্ষিণবঙ্গের সব জেলাতেই সারাদিন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। কলকাতায় সারাদিন মেঘলা থাকবে আকাশ। কয়েক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গে মঙ্গলবার পর্যন্ত ভারী বৃষ্টি হতে পারে। সোমবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং মেদিনীপুরে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, ২০০ মিলিমিটার পর্যন্ত।

সর্বোচ্চ তাপমাত্রা : ৩০.১° সেলসিয়াস
সর্বনিম্ন তাপমাত্রা : ২২.৫° সেলসিয়াস

আরও পড়ুন: কান্নায় ভে‍ঙে পড়লেন ‘বাহুবলী’ প্রভাস, সান্ত্বনা জানালেন প্রধানমন্ত্রী

শক্তিশালী নিম্নচাপের প্রভাবে সোমবার অন্ধ্রপ্রদেশ, ওড়িশা এবং বাংলা উপকূলে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা দেওয়া হয়েছে। সমুদ্র তীরবর্তী এলাকায় বিনোদনমূলক কাজকর্ম ও পর্যটকদের সমুদ্রে স্নান, মঙ্গলবার পর্যন্ত বন্ধ রাখার পরামর্শ দেওয়া হয়েছে। পর্যটক ও মৎস্যজীবীদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর।

আরও পড়ুন: সোনা-রুপোর আজকের বাজার দর