নিউজ ডেস্ক : ফের আবহাওয়ার পরিবর্তন।বঙ্গোপসাগরে নতুন কোনো ঘূর্ণাবর্ত কিংবা নিম্নচাপ সক্রিয় নেই। কিন্তু তা সত্ত্বেও শনিবার সকাল থেকেই আংশিক মেঘলা আকাশ কলকাতায়।
হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দক্ষিণবঙ্গে। বজ্রবিদ্যুতের সম্ভাবনাও রয়েছে বেশ কিছু জেলায়। উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে।
শনিবার সকালে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হয়েছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আবহাওয়ার উন্নতি হতে পারে। শনিবার বিকাল থেকে আর বৃষ্টির কোনো সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে।
দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার জেলায় অতি ভারী বৃষ্টিপাত হবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
কলকাতায় শনিবার সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস। দক্ষিণবঙ্গে বিকালের আগে পর্যন্ত ১২-১২.৫ মিলিমিটারের মতো বৃষ্টি হতে পারে।
দক্ষিণের জেলাগুলিতে হাওয়ার গতিবেগ হবে প্রায় ১১ কিমি প্রতি ঘণ্টা। রাতের দিকে তাপমাত্রা অনেকটাই কমতে পারে।
Leave a Reply