নিউজ ডেস্ক: আবার ভয়াবহ দুর্ঘটনার সাক্ষী হল কেদারনাথ। পুণ্যার্থী নিয়ে ভেঙে পড়ল হেলিকপ্টার। সূত্রের খবর, এখনও পর্যন্ত এই দুর্ঘটনায় হেলিকপ্টারের দুই চালক-সহ ৬ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। মঙ্গলবার সকালে উত্তরাখণ্ডের ফাটা থেকে পুণ্যার্থীদের নিয়ে যাত্রা শুরু করে হেলিকপ্টারটি। তবে, কেদারনাথ পৌঁছানোর আগেই ঘটল দুর্ঘটনা। মঙ্গলবার দুপুর সওয়া ১২টা নাগাদ কেদারনাথ মন্দিরের তিন কিলোমিটার আগে এই দুর্ঘটনা ঘটে।
মঙ্গলবার উত্তরাখণ্ডের গুরু চাট্টির কাছে এই দুর্ঘটনা ঘটে। পুন্যার্থীদের নিয়ে দুর্গম খাদে গিয়ে পড়ে হেলিকপ্টারটি।ইতিমধ্যেই এই ঘটনার ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভাইরাল ভিডিও গুলিতে দেখা যাচ্ছে, হেলিকপ্টারের বিভিন্ন ভাঙা অংশ পড়ে রয়েছে। আগুন জ্বলছে। দুর্ঘটনার পর চারিদিকে ছড়িয়েছে ধোঁয়া।
তবে, পুলিশ সূত্রের খবর, এখনও উদ্ধারকার্য চলছে। তবে মৃতদের পরিচয় খোঁজ করছে পুলিশ। এখনও অবধি কোন রাজ্য থেকে তাঁরা কেদারনাথের তীর্থযাত্রায় এসেছিলেন, সেই তথ্যও হাতে আসেনি পুলিশের। তবে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে, এমনটাও মনে করছে প্রশাসন।
এই মর্মান্তিক ঘটনার পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া বলেছেন,“প্রশাসন গোটা পরিস্থিতির উপর নজর রাখছে। ঘটনাটি যথেষ্ট দুর্ভাগ্যজনক। মৃতদের আত্মার শান্তি কামনা করি।”
কেন হল এই দুর্ঘটনা ?
দুর্ঘটনার কারণ জানা না গেলেও, মনে করা হচ্ছে খারাপ আবহাওয়া, ঘন কুয়াশা অর্থাৎ দৃশ্যমানতা কম থাকার কারণে এই দুর্ঘটনা ঘটেছে। পাশাপাশি, কপ্টারটি পাহাড়ের গায়ে ধাক্কা খেয়েছিল কিনা তাও এখনও স্পষ্ট নয়।
Leave a Reply