ইউ এন লাইভ নিউজ: হেমন্ত সোরেনকে স্বস্তি দিল সুপ্রিম কোর্ট, আর্থিক তছরুপ মামলায় জামিন বহাল। সুপ্রিম কোর্ট থেকে বিরাট স্বস্তি পেলেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। জমি কেলেঙ্কারি সংক্রান্ত আর্থিক তছরুপ মামলায় মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে স্বস্তি দিয়েছে সুপ্রিম কোর্ট। হেমন্ত সোরেনের জামিন বহাল রেখেছে শীর্ষ আদালত। ২৮ শে জুন, যখন হেমন্ত সোরেনকে রাঁচি হাইকোর্ট জামিন দেয়, তদন্তকারী সংস্থা ইডি সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে একটি পিটিশন দাখিল করে। এই আবেদনের শুনানিকালে হাইকোর্টের জামিনের সিদ্ধান্ত বহাল রেখেছে সুপ্রিম কোর্ট।
ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে হাইকোর্টের দেওয়া জামিন বাতিল করার জন্য ইডির আবেদন খারিজ করেছে সুপ্রিম কোর্ট। গত ২৮ জুন হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ কিছু শর্ত সাপেক্ষে হেমন্ত সোরেনের জামিন মঞ্জুর করে। হাইকোর্ট তার রায়ে বলেছিল, এই পুরো বিষয়টিই সম্ভাবনার ভিত্তিতে। এই ক্ষেত্রে, ৮.৮৬ একর জমির দখলে হেমন্ত সোরেনের সরাসরি কোনও ভূমিকা রয়েছে এমন কোনও সুনির্দিষ্ট প্রমাণ ইডি আদালতে উপস্থাপন করতে পারেনি। যার ভিত্তিতে সোরেন কোনো ‘অপরাধ’ করেছেন বলেও প্রমাণিত হয়নি। হাইকোর্টের এই আদেশকে চ্যালেঞ্জ করে হেমন্ত সোরেনের জামিন বাতিলের দাবি জানিয়েছে সংস্থাটি।
হাইকোর্ট থেকে জামিন পাওয়ার পরে, হেমন্ত সোরেন ২৮ শে জুন সন্ধ্যায় রাঁচির বিরসা মুন্ডা কেন্দ্রীয় কারাগার থেকে বেরিয়ে আসেন এবং এর পরে সপ্তম দিনে তিনি আবারও মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেন। এর আগে, জমি কেলেঙ্কারি সংক্রান্ত একটি আর্থিক তছরুপ মামলায় ৩১ জানুয়ারি তাকে গ্রেফতার করেছিল ইডি। পাঁচ মাস জেলে ছিলেন। গ্রেফতারের আগেই তিনি মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন।
Leave a Reply