TET: উত্তরপত্র নষ্টের মামলায় সিবিআই তদন্তের নির্দেশ হাইকোর্টের, রাত ৮টার মধ্যে সিবিআই দফতরে হাজিরার নির্দেশ মানিককেও

নিউজ ডেস্ক: টেট দুর্নীতি মামলার নয়া মোড়। এবার টেট পরীক্ষার উত্তরপত্র বা ওএমআর শিট নষ্ট করার ঘটনার তদন্ত করবে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই। নির্দেশ বিচারপতির অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। পাশাপাশি, প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি মানিক ভট্টাচার্যকে মঙ্গলবারই হাজিরার নির্দেশও দেয় উচ্চ আদালত।

রাত ৮টার মধ্যে মানিককে সিবিআই দফতরে হাজিরা দিতে হবে পর্ষদের প্রাক্তন সভাপতিকে, এমনটাই নির্দেশ দিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। তদন্তে অসহযোগিতা বা কোনো ধরণের অপরাধ ফাঁস হলে মানিককে নিজেদের হেফাজতে নিতে পারে সিবিআই, এমনটাও জানিয়েছে আদালত।

কলকাতা হাইকোর্টে মামলাকারীদের আইনজীবীরা জানান,‌ ২০১৪ সালের প্রাথমিক টেট পরীক্ষার উত্তরপত্র খুঁজে পাওয়া যাচ্ছে না। চাঞ্চল্যকর এই দাবি শোনা মাত্রই সিবিআই তদন্তের নির্দেশ দেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। “সমস্ত রেকর্ড নষ্ট হয়ে গেছে”, এমনটাই জানান প্রাথমিক শিক্ষা পর্ষদের আইনজীবী।

মামলার অভিযোগ, ২০১৪ সালের টেট পরীক্ষার উত্তরপত্র নষ্ট করা হয়েছে। জানা গিয়েছে, মোট ২০ লক্ষ ৯০ হাজার পরীক্ষার্থী টেট পরীক্ষা দিয়েছিলেন এবং প্রায় ১২ লক্ষের বেশি ওএমআর শিট নষ্ট করা হয়েছে। উচ্চ আদালতের নির্দেশ, কেন এই উত্তরপত্র নষ্ট করা হল, সিবিআইকে সেই বিষয়ে তদন্ত করে রিপোর্ট পেশ করতে হবে আগামী এক মাসের মধ্যে এবং এই মামলার পরবর্তী শুনানি হবে ১ নভেম্বর।

আরও পড়ুন: উদ্বেগে রাজ্যবাসী, পুজোর আগেই ভয়াবহ আকার নিচ্ছে ডেঙ্গি পরিস্থিতি

ইতিমধ্যেই, প্রাথমিক স্কুলের শিক্ষক-শিক্ষিকা পদে আরও ৩,৯২৯ জনকে চাকরি দেওয়ার প্রক্রিয়া খতিয়ে দেখার জন্য প্রাথমিক শিক্ষা পর্ষদকে নির্দেশ দিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। শেষ নিয়োগ প্রক্রিয়া হয় ২০২০ সালে। তারপর থেকে এখনও বেশ কিছু শূন্যপদগুলি রয়েছে। সেই শূন্যপদ গুলি পূরণ করার লক্ষ্যেই মাঠে নেমেছে উচ্চ আদালত।

আরও পড়ুন: ফরেন্সিক দফতরে নিয়োগ করতে হবে পুজোর আগেই! নির্দেশ উচ্চ আদালতের