WBCHSE

HS Exam: তবে কি দুবার উচ্চমাধ্যমিক পরীক্ষা? উচ্চমাধ্যমিক সংসদে জল্পনা তুঙ্গে

ইউ এন লাইভ নিউজ ডেস্ক: এবার থেকে বছরে কি দু’বার করে উচ্চমাধ্যমিক পরীক্ষা হবে? রাজ্য সরকারের কাছে এমনই প্রস্তাব পাঠাতে চলেছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। এদিন সংসদ সভাপতি চিরঞ্জিত চক্রবর্তী সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, ‘উচ্চমাধ্যমিক পরীক্ষা পদ্ধতিতে বদল আনার রূপরেখা তৈরি করে সরকারকে পাঠানো হবে।’ সম্প্রতি নতুন রাজ্য শিক্ষানীতির প্রস্তাব দেওয়া হয়েছে। সেখানে একাদশ ও দ্বাদশ শ্রেণিকে সেমিস্টার পদ্ধতিতে আনার কথা উল্লেখ আছে। এদিন সংসদ সভাপতির কথায় সেই সম্ভাবনাই আরও বেশি প্রকোট হল। বলা হচ্ছে, সব যদি ঠিকঠাক থাকে তবে ২০২৪-২০২৬ শিক্ষাবর্ষ থেকেই নতুন পদ্ধতিতে পরীক্ষা নেওয়া হবে।

২০২৪ সালে যারা একাদশ শ্রেণিতে ভর্তি হবে, তারা সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা দেবে। অর্থাৎ বছরে দু’বার পরীক্ষা দিতে হবে পরীক্ষার্থীদের। আর ২০২৫ সালে নভেম্বরে ও ২০২৬ সালের মার্চ মাসে দু’বার উচ্চমাধ্যমিক পরীক্ষা নেওয়া হবে। প্রথমবার লিখিত পরীক্ষা হবে ওএমআর শিটে। আর দ্বিতীয়বার পরীক্ষা হবে সাদা খাতায়। প্রশ্ন হবে সংক্ষিপ্ত ও বর্ণনামূলক। কীভাবে উচ্চমাধ্যমিকের মূল্যায়ন কেমনভাবে হবে? সংসদ সভাপতির কথায়, সিবিএসই বোর্ড ইতিমধ্যেই জানিয়েছে, ‘দু’টি পরীক্ষার মধ্যে যেটায় সবচেয়ে বেশি নম্বর পাবে পরীক্ষার্থীরা, সেটাই বিচার্য হবে। কিন্তু আমরা সেই পথে হাঁটব না। দুই সেমিস্টারের প্রাপ্য নম্বর গড় করে দেখা যাবে। তার ভিত্তিতেই তৈরি হবে মার্কশিট।’