ইউ এন লাইভ নিউজ:
রাজ্য সরকারি কর্মচারীদের আবার ডি এ বাড়ানোর সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। মে মাস থেকে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা ৪ শতাংশ হারে বাড়তে চলেছে। তাঁরা এতদিন ষষ্ঠ বেতন কমিশনের আওতায় ১০ শতাংশ হারে ডি এ বা ডিয়ারনেস অ্যালোওয়েন্স পেতেন। এবার সেটা বেড়ে দাঁড়াল ১৪ শতাংশ। যদিও কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা সপ্তম বেতন কমিশনের আওতায় ৫০ শতাংশ হারে ডি এ পান।
লোকসভা ভোটের আগে গত ফেব্রুয়ারী মাসে রাজ্য বাজেট পেশ করে একাধিক ঘোষণা করে পশ্চিমবঙ্গ সরকার। সেখানে একদিকে যেমন বাড়ানো হয় সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা অর্থাৎ ডি এ। অন্যদিকে ১০০ দিনের কাজের টাকা কেন্দ্র আটকে রাখার প্রতিবাদে ‘৫০ দিনের কাজ’-র মত নতুন প্রকল্পের ঘোষণা করা হয়। এপ্রিল মাস থেকেই সরকারি কর্মচারীরা ডি এ পেতে থাকেন। মহার্ঘ ভাতা (ডি এ) নিয়ে রাজ্য সরকারি কর্মচারীদের ক্রমাগত আন্দোলনে মুখ্যমন্ত্রী বাধ্য হন ডি এ বাড়াতে। শেষমেষ সরকারি কর্মীরা এই লড়াইয়ে জয়লাভ করেন।
মে মাস থেকে রাজ্যে ‘কর্মশ্রী প্রকল্প’ চালু করেছে রাজ্যসরকার। ১০০ দিনের কাজের টাকা আটকে রাখায় কেন্দ্রীয় ‘বঞ্চনার’ বিরুদ্ধে রুখে দাঁড়াতে কেন্দ্রের ১০০ দিনের প্রকল্পের মত নতুন একটি প্রকল্পের ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। এই প্রকল্পের আওতায় কমপক্ষে ৫০ দিন করে কাজ পাবেন জবকার্ড ধারকেরা। এদিন তৃণমূল সুপ্রিমো বলেন, ”সিভিক ভলান্টিয়ারদের বেতন বৃদ্ধির ঘোষণা আগেই করা হয়েছে, গ্রিন পুলিশ এবং ভিলেজ পুলিশকর্মীদের মাসিক ১,০০০ টাকা বাড়ানো হয়েছে। যা আগেই কার্যকরী হয়ে গিয়েছে। এছাড়াও চুক্তিভিক্তিক গ্রুপ ‘সি’ এবং গ্রুপ ‘ডি’ কর্মচারী, তথ্যপ্রযুক্তি কর্মীদেরও এপ্রিল থেকে মাসিক বেতন বাড়ানো হয়েছে”।
এদিন তিনি আরও জানান , ”পড়ুয়াদের স্মার্টফোন বা ট্যাব কিনতে একাদশ শ্রেণিতেই ১০,০০০ টাকা দেবে নবান্ন। আগে দ্বাদশ শ্রেণিতে উত্তীর্ণ হওয়ার পর এই টাকা পেত ছাত্র-ছাত্রীরা। এবার থেকে একাদশ শ্রেণিতেই সকল পড়ুয়াদের এই টাকা দেওয়ার ঘোষণা করা হয়েছে রাজ্য সরকারের তরফে”।
Leave a Reply