নভেম্বরেই ভোট হিমাচলে, ফল ঘোষণা ৮ ডিসেম্বর

নিউজ ডেস্ক: বছর শেষের আগেই ভোট হিমাচলে। ৬৮ আসনের এই বিধানসভায় ভোটের দিন ঘোষণা হল শুক্রবারই। ভোট গ্রহণ হবে ১২ নভেম্বর। ফল ঘোষণা হবে ৮ ডিসেম্বর। ৬৮ আসনের ভোট হবে এক দফাতেই। ১৭ অক্টোবর বিধানসভা ভোট সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হবে, বলে জানিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার।

এদিন হিমাচলপ্রদেশের পাশাপাশি গুজরাট বিধানসভারও ভোটেরও দিন ঘোষণার কথা ছিল। কিন্তু হয়নি। রাজীব কুমার জানিয়েছেন, আর কয়েক দিনের মধ্যেই গুজরাট বিধানসভা ভোটের দিন ঘোষণা করবে নির্বাচন কমিশন।

কে কোথায় দাঁড়িয়ে

হিমাচলপ্রদেশ বিধানসভার মেয়াদ শেষ হবে ৮ জানুয়ারি। আর ১৮ ফেব্রুয়ারি গুজরাট বিধানসভার মেয়াদ শেষ হবে। হিমাচলে শেষবার বিধানসভা নির্বাচন হয়েছিল ২০১৭ সালে। বিজেপি ৪৪ টি আসনে জিতে সরকার গঠন করে। মুখ্যমন্ত্রী হন জয়রাম ঠাকুর।

আরও পড়ুন: ফের পাকিস্তানি ড্রোনের অনুপ্রবেশ ভারতে, এলোপাথাড়ি গুলি চালালো বিএসএফ

কংগ্রেস পায় ২১টি আসন। ইন্ডিপেনডেন্ট ২ টি আসান এবং সিপিআই(এম) ১টি আসন পায়। ভোট শতাংশের হিসেবে বিজেপি পায় মোট প্রাপ্ত ভোটের ৪৮.৭৯ শতাংশ। কংগ্রেস পায় ৪১.৬৮ শতাংশ। ইন্ডিপেনডেন্ট ৬.৩৪ শতাংশ ভোট পায়।

মোট ভোটার

এবার হিমাচলপ্রদেশ বিধানসভার ৬৮ আসনে ভোটারের সংখ্যা ৫৫ লাখেরও বেশি। এর মধ্যে প্রথমবার ভোট দেবন ১.৮৬ লাখ। ১.২২ লাখ ভোটারের বয়স ৮০ বছরের বেশি। একশো ও তার বেশি বয়সের ভোটার রয়েছেন প্রায় ১১০০ কাছাকাছি।