নিউজ ডেস্ক: সুপ্রিম কোর্টের শুনানি নিয়ে কৌতুহলের অন্ত নেই দেশবাসীর। এজলাসে কোন মামলার শুনানিতে কি বলছেন আইনজীবী, বিচারপতিরা তা জানতে ইচ্ছা হয় বৈকি। তবে তার জন্য একমাত্র ভরসা গণমাধ্যম। যতক্ষন না গণমাধ্যম তা প্রকাশ্যে আনছে, ততক্ষণ অপেক্ষা করতে হয় সকলকে। কিন্তু এবার সেই অপেক্ষার অবসান হয়েছে। এবার থেকে বাড়িতে বসেই সরাসরি দেখতে পাবেন সুপ্রিম কোর্টের শুনানি। দেশের ইতিহাসে প্রথমবার সুপ্রিম কোর্টে শুরু হয়েছে শুনানির লাইভ-স্ট্রিমিং।
মঙ্গলবার থেকেই এজলাসের খুঁটিনাটি জানতে পারবেন লাইভ স্ট্রিমিং-এর মাধ্যমে। শুনানির লাইভ স্ট্রিমিং দেখা গেছে webcast.gov.in/scindia ওয়েবসাইটে। প্রথম লাইভ স্ট্রিমিং হয় বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে দ্বিতীয় সাংবিধানিক বেঞ্চের শুনানির। বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে সেই সময় সেনা বনাম সেনা মামলার শুনানি শুরু হয়। শিবসেনার উদ্ধব ঠাকরে এবং একনাথ শিন্ডের নেতৃত্বে দাখিল করা বেশ কয়েকটি পিটিশনের উপর মহারাষ্ট্রের রাজনৈতিক সঙ্কটের বিষয়ে শুনানি করেন বিচারপতি।
সিজেআই-এর নেতৃত্বে সম্প্রতি পূর্ণাঙ্গ আদালতের বৈঠক হয়। বৈঠকে সিদ্ধান্ত গ্রহণ করা হয়, ২৭ শে সেপ্টেম্বর থেকে সমস্ত সাংবিধানিক বেঞ্চের শুনানির কার্যক্রম লাইভ-স্ট্রিম করা হবে। সোমবার ভারতের প্রধান বিচারপতি উদয় উমেশ ললিতের নেতৃত্বে একটি বেঞ্চের পক্ষ থেকে জানানো হয়েছে, শীর্ষ আদালত লাইভ-স্ট্রিম করার জন্য ইউটিউব ব্যবহার করবে না। তার পরিবর্তে নিজস্ব প্ল্যাটফর্মের মাধ্যমে লাইভ-স্ট্রিম করবে। ফলে দেশবাসী, কোনো ঝামেলা ছাড়াই তাদের মোবাইল, ল্যাপটপ এবং কম্পিউটারের মাধ্যমে লাইভ-স্ট্রিম অ্যাক্সেস করতে পারবে।
আরও পড়ুন: Calcutta High Court: ফরেন্সিক দফতরে নিয়োগ করতে হবে পুজোর আগেই! নির্দেশ উচ্চ আদালতের
Leave a Reply