Amit Shah

Lok Sabha Election 2024: রামলালার মন্দিরের পর সীতামারিতে দেবী সীতার মন্দির বানানোর কথা ঘোষণা করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

ইউ এন লাইভ নিউজ: অযোধ্যায় রাম মন্দির তৈরির প্রতিশ্রুতি রক্ষা করাকে এবারের লোকসভা নির্বাচনে অন্যতম হাতিয়ার করেছে বিজেপি। এবার পরবর্তী লক্ষ্যের কথা জানিয়ে দিলেন অমিত শাহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বৃহস্পতিবার নির্বাচনী প্রচার সারলেন বিহারে। সেখানেই তিনি ঘোষণা করে দিলেন, এবার তৈরি করা হবে মা সীতার স্মারক-মন্দির। নরেন্দ্র মোদি ছাড়া সেটি কেউ করতে পারবেন না বলেও দাবি অমিতের। হিন্দু পুরাণমতে সীতামাড়িতেই জন্ম দেবী সীতার। অমিত শাহ সীতামাড়িতে জনসভায় বক্তব্য রাখতে গিয়ে বলেন, বিজেপি ভোটব্যাঙ্কের ভয় পায় না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অযোধ্যায় রাম লালার মন্দির প্রতিষ্ঠা করেছেন। এবার মা সীতার জন্মস্থানে বড় স্মারক তৈরির কাজ করতে হবে।

শাহ বিরোধীদের নিশানা করে বলেন, যাঁরা রাম মন্দির থেকে নিজেদের দূরে সরিয়ে রেখেছেন, তাঁরা মা সীতার মন্দির তৈরির কাজও করতে পারবেন না। মা সীতার জীবনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ সেই স্মারক বা মন্দির তৈরির করতে পারবেন নরেন্দ্র মোদির নেতৃত্বে বিজেপিই। এমন এক মন্দির তৈরি হবে যা শুধু বিহার, ভারত, পূর্বাঞ্চল বা মিথিলাঞ্চল নয়, গোটা বিশ্বকে সীতামাড়ির প্রতি আকৃষ্ট করবে। আগামী সোমবার বিহারের যে ৪০টি লোকসভা কেন্দ্রে নির্বাচন হবে তার মধ্যে অন্যতম সীতামাড়ি। এদিন সেখানেই এই বড় ঘোষণা করে চমক দিলেন অমিত শাহ। তিনি এদিন বিরোধীদের বিঁধতে গিয়ে বলেন, লালু প্রসাদ যাদব পাওয়ার পলিটিক্সের জন্য, নিজের ছেলেকে মুখ্যমন্ত্রী করার জন্য সেই কংগ্রেসের কোলে গিয়ে বসেছেন যারা সব সময় পিছড়়ে বর্গের মানুষের বিরোধিতা করে এসেছে। এরপরই অমিত শাহ বলেন, কংগ্রেস বা আরজেডি কখনও ভাবেইনি বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী কর্পূরী ঠাকুরকে ভারতরত্ন দেওয়ার বিষয়ে। সেটিও করে দেখিয়েছে নরেন্দ্র মোদি সররকার। জঙ্গলরাজের অবসান ঘটিয়ে বিহারে বিকাশরাজ চালুর প্রত্যয় ধরা পড়েছে শাহের ভাষণে।