ইউ এন লাইভ নিউজ: পঞ্চম দফার ভোটে বঙ্গজুড়ে ৭ লোকসভা কেন্দ্রে চলছে ভোটগ্রহণ পর্ব। তার মধ্যের অন্যতম কেন্দ্র হুগলি। এই কেন্দ্রে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির তরফ থেকে মুখোমুখি হয়েছেন টলিউডের দুই প্রাক্তন অভিনেত্রী। সেই পঞ্চম দফার ভোটের সকালেই চাঞ্চল্যকর দাবি করে বসলেন এই কেন্দ্রের বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের। সোমবার লকেট ভোট পরিস্থিতির খোঁজখবর নিতে বেরিয়ে বলেন, ”বিজেপিতে আসতে হবে রচনা বন্দ্যোপাধ্যায়কে।” রচনা বন্দ্যোপাধ্যায় হুগলি লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী।
লকেট বলেন, “উনি রাজনীতিতে নতুন তাই উনি জানেন না ওনার আশেপাশে ওনার পার্টিতে কত চোর-ডাকাত ঘুরে বেড়াচ্ছে। উনি হঠাৎ করে এসে গিয়েছেন। আশা করি এই নির্বাচনের পর উনি আর তৃণমূলের দিকে ফিরেও দেখবেন না। যদি উনি সক্রিয় রাজনীতিতে আসতে চান তাহলে ওনাকে বিজেপির হাতই ধরতে হবে।” লকেট আরও যোগ করেন, “এটা দিদি নম্বর ওয়ানের ওপর ভোট নয়, কোরাপশন নম্বর ওয়ানের ওপর ভোট। কোরাপশন নম্বর ওয়ানকে হঠানোর নির্বাচন এটা।”
যদিও রচনা লকেটের এ হেন বক্তব্য শুনে হাসিতে লুটিয়ে পড়েন। তিনি জানান, “ও চায় সবাইকে বিজেপিতে নিয়ে যেতে। কিন্তু সেটা তো সম্ভব নয়। এ রাজ্যে দিদির প্রভাব এতটাই, তাঁর প্রভাবের উপর কারও প্রভাব চলতে পারে না। আর ভোটের সময়ে তো অনেকে অনেক কথাই বলবে, প্ররোচিত করার চেষ্টা করবে। কিন্তু তাতে কান দেওয়া চলবে না।”
Leave a Reply