নিউজ ডেস্ক: গরু একটা ধর্মের প্রতীক। বস্তুত গরু থেকেই ধর্মের জন্ম। এজলাসে বসে এমনই মন্তব্য করেছেন গুজরাটের তাপি জেলা নগর দায়রা আদালতের বিচারক সমীর ভ্যাস। তিনি বলেন, গরুর রক্তপাত বা গো হত্যা বন্ধ হলেই বিশ্বের যাবতীয় সমস্যা মিটে যাবে। স্বাধীনতার ৭৫ বছর পরও দেশে গোহত্যা বা গরুপাচারকে লজ্জাজনক ঘটনা বলেও মন্তব্য করেন ওই বিচারক।
গুজরাটের তাপি জেলা নগর দায়রা আদালতের বিচারক সমীর ভ্যাস গোহত্যা এবং গরুপাচার সংক্রান্ত একটি মামলায় রায় দিতে গিয়ে বলেন, ”বিজ্ঞান প্রমাণ করেছে গোবর বা ঘুটে দিয়ে তৈরি বাড়িতে তেজস্ক্রিয় বিকিরণেরও কোনও প্রভাব পড়ে না।” গুজরাট থেকে মহারাষ্ট্রে গরু পাচারের অভিযোগে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ডও দেন ওই বিচারক। সদ্যই সেই রায়টি আদালতের ওয়েবসাইটে আপলোড করা হয়েছে।
তারপরেই বিষয়টি সামনে এসেছে। তাপি জেলা নগর দায়রা আদালতের বিচারক সমীর ভ্যাস তাঁর রায়ে বলেছেন, গরু আর পাঁচটা সাধারণ পশুর মতো নয়। গরু আমাদের মা। যেদিন এই পৃথিবীর বুকে আর কোনও গরুর রক্তপাত হবে না, সেদিন বিশ্বের সব সমস্যা মিটে যাবে। আমরা মুখে যতই গোরক্ষার কথা বলি, বাস্তবের মাটিতে সেটা হয় না। আজও গোহত্যা এবং গরু পাচার হচ্ছে। এটা শিক্ষিত সমাজের জন্য লজ্জার।
Leave a Reply