dev

Dev: বাংলাদেশে শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খান ও তাঁর ছেলের মৃত্যুতে কি প্রতিক্রিয়া দিলেন দেব?

ইউ এন লাইভ নিউজ ডেস্ক: বাংলাদেশ যেন হয়ে উঠেছে মৃত্যুপুরী। কোটা সংস্কারের দাবিতে শুরু হয়েছিল এই আন্দোলন তারপর প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা কিন্তু এতো কিছুর পরেও থামছে না হিংসা। থেকে থেকেই জ্বলে উঠছে আগুন। দেশজুড়ে আক্রান্ত আওয়ামি লিগের কর্মী-সমর্থক তথা নেতারা। এবার চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম খান ও তাঁর ছেলে চিত্রনায়ক শান্ত খানকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে খবর। শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খানের টলিউডেও যথেষ্ট পরিচিতি রয়েছে। জানা গিয়েছে, সোমবার এলাকা ছেড়ে পালানোর সময় বালিয়া ইউনিয়নের ফরক্কাবাদ বাজারে তাঁদের ঘেরাও করে জনতা। সেখানে গুলি চালিয়ে কোনোক্রমে প্রাণ বাঁচাতে পারলেও পার্শ্ববর্তী বাগাড়া বাজারে এসে মারমুখী ভিড়ের মুখোমুখি হন তাঁরা।

সেখানেই পিটিয়ে খুন করা হয় সেলিম খান ও তাঁর ছেলে শান্ত খানকে। এই নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে দেব জানালেন, ”আমার তো বিশ্বাসই হচ্ছে না। খুবই খারাপ খবর। তবে শুধু এই ঘটনা নয়। বাংলাদেশ কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। আমি চাইব ওপার বাংলায় শান্তি ফিরে আসুক। সব কিছু যেন স্বাভাবিক হয়ে যায়।” শাপলা মিডিয়ার প্রযোজিত ‘কম্যান্ডো’ ছবিতে অভিনয় করেছিলেন দেব। যদিও এখনও মুক্তি পায়নি এই ছবি। উল্লেখ্য, দুর্নীতির একাধিক অভিযোগ রয়েছে সেলিম খানের বিরুদ্ধে। শেখ হাসিনার আওয়ামি লিগ সরকারের আমলে নাকি চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীতে শত শত ড্রেজার দিয়ে অবৈধভাবে বালি তুলে কোটি কোটি টাকার মালিক হন। জেলও খেটেছেন। তাঁর বিরুদ্ধে মামলা রয়েছে। রাজনীতির পাশাপাশি চলচ্চিত্র প্রযোজনা ও পরিবেশনা সংস্থা শাপলা মিডিয়ার সত্বাধিকারী ছিলেন সেলিম খান।

About Anannya Chakraborty

Check Also

ranji trophy

Ranji Trophy: রঞ্জি ট্রফির বাংলা – কেরল ম‍্যাচ ড্র! ইশান পোড়েলের দুরন্ত বোলিং নিল ৬ উইকেট

ইউ এন লাইভ নিউজ: প্রত‍্যাশিত ভাবেই রঞ্জি ট্রফির বাংলা – কেরল ম‍্যাচ ড্র হয়ে গেল। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *