আদানি বিতর্ক: পাঁচ দিনে ৬৪ হাজার কোটি টাকা ক্ষতি এলআইসির, এসবিআই ঋণ দিয়েছিল ২.৬ বিলিয়ান মার্কিন ডলার

নিউজ ডেস্ক: আদানি শিল্প গোষ্ঠীতে বিনিয়োগ ছিল এলআইসির। পাঁচ দিনে ৬৪ হাজার কোটি টাকা ক্ষতির মুখে পড়েছে এলআইসি। অনেকের অনুমান, আদানিগ্রুপে বিনিয়োগের কারণেই এলআইসির এই বড় অঙ্কের ক্ষতি। আদানি গোষ্ঠীকে ঋণ দিয়েছে স্টেটব্যাঙ্ক অফ ইন্ডিয়াও। ২.৬ বিলিয়ান মার্কিন ডলার ধার দিয়েছে দেশের সবচেয়ে বড় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক।

জানা গেছে, সর্বোচ্চ যত টাকা ঋণ দেওয়া যায় তার অর্ধেকটাই ঋণ দিয়েছে স্টেট ব্যাঙ্ক। এর মধ্যে ২০০ মিলিয়ন ডলার স্টেট ব্যাঙ্ক তাদের বিদেশি শাখা থেকে দিয়েছে।

বৃহস্পতিবার স্টেট ব্যাঙ্কের চেয়ারম্যান দীনেশ কুমার খাঁড়া দাবি করেছেন, আদানি শিল্পগোষ্ঠী ঋণের টাকা ঠিক মতো শোধ করে যাচ্ছে। সুতরাং এখনই কোনও ভয়ের কারণ তিনি দেখছেন না। তবে স্টেট ব্যাঙ্কের এ কথা শুনেই চুপ করে নেই রিজার্ভ ব্যাঙ্ক। বৃহস্পতিবার রিজার্ভ ব্যাঙ্ক সমস্ত রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি ব্যাঙ্ককে জানিয়েছে, আদানি শিল্পগোষ্ঠীকে কে কত ঋণ দিয়েছে তা জানাতে হবে।

জানা গেছে, আদানি শিল্প গোষ্ঠীকে ৭ হাজার কোটি টাকা ঋণ দিয়েছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কও। এর মধ্যে এয়ারপোর্ট ব্যবসার জন্য ঋণ দিয়েছে আড়াই হাজার কোটি টাকা। তবে পিএনবি-র সিইও অতুল গোয়েলও দাবি করেছেন, আদানি গোষ্ঠীকে দেওয়া ধার নিয়ে এখনও বিচলিত নন তাঁরা। এ ব্যাপারে উদ্বেগের কারণ নেই বলেই তাঁর দাবি।

তবে অনেকেই মনে করছেন, স্টেট ব্যাঙ্ক বা পিএনবি কেউই এখন ঝুঁকির কথা বলবে না। কারণ, তাতে বাজারে তাদের শেয়ার চাপের মধ্যে পড়তে পারে। আদানি বিতর্কের কথা মুখে না আনলেও এ ব্যাপারে সতর্কবার্তা শুনিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।