Howrah

Cyclone Remal: ভারী বৃষ্টিতে জলমগ্ন হাওড়া, ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে বাড়ির উপরে ভেঙেছে গাছ, জলমগ্ন নিচু এলাকা

ইউ এন লাইভ নিউজ: পুরসভা সূত্রে জানা গেছে, মধ্য হাওড়ার হালদারপাড়া সেকেন্ড বাই লেন সহ বেশ কয়েকটি বাড়ি ঝড়ের কারণে গাছ পড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। পুরসভার বিপর্যয় মোকাবিলা দল ভেঙে পড়া গাছগুলি পরিষ্কার করতে শুরু করেছে।

ঘূর্ণিঝড় রেমাল হাওড়াতেও জনজীবন ব্যাহত করেছে। রবিবার রাত থেকে প্রবল বৃষ্টি ও দমকা হাওয়ার কারণে হাওড়া পুরসভা অঞ্চলের বেশ কয়েকটি নিচু এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। সালকিয়া, বেলগাছিয়া, টিকিয়াপাড়া, রামরাজাতলা, ঘুসুরি এবং লিলুয়ার মতো নিচু এলাকাগুলি প্লাবিত হয়েছে, যেখানে কোথাও গোড়ালি সমান জল কোথাও আবার তার বেশি। ফলে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।

হাওড়া পুরসভার পক্ষ থেকে জানানো হয়েছে যে ১১টি পাম্প ব্যবহার করে জল বের করার চেষ্টা চলছে। উপরন্তু, ক্ষতিগ্রস্ত নিচু এলাকায় নিষ্কাশন প্রক্রিয়া ত্বরান্বিত করতে সাতটি মোবাইল পাম্প চালু করা হবে।

পুরসভার সূত্রে খবর মধ্য হাওড়ার হালদারপাড়া সেকেন্ড বাই লেন সহ বেশ কয়েকটি বাড়ি ঝড়ের কারণে গাছ পড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। পুরসভার বিপর্যয় মোকাবিলা দল ভেঙে পড়া গাছগুলিকে সরানোর প্রক্রিয়া শুরু করেছে। সৌভাগ্যবশত, এখন পর্যন্ত কোনো আহত বা প্রাণহানির খবর পাওয়া যায়নি।

হাওড়া স্টেশনে ট্রেন পরিষেবাগুলি, পূর্ব এবং দক্ষিণ পূর্ব রেলওয়ের সূত্র অনুসারে, ট্রেন চলাচল কিছুটা স্বাভাবিক রয়েছে ৷ তবে ঘূর্ণিঝড় রেমালের কারণে সোমবার হাওড়া-দিঘা আপ এবং ডাউন তাম্রলিপ্ত এক্সপ্রেস স্থগিত ঘোষণা করেছে দক্ষিণ পূর্ব রেল। রেলের কর্মকর্তারা জানিয়েছেন, ট্রেন চলাচল স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তবে হাওড়া ও কলকাতার মধ্যে ফেরি পরিষেবা আপাতত বন্ধ রয়েছে। হুগলি রিভার ওয়াটার ট্রান্সপোর্ট কো-অপারেটিভ সোসাইটি কর্তৃপক্ষ ঘোষণা করেছে যে আবহাওয়ার উন্নতি না হওয়া পর্যন্ত ফেরি পরিষেবা বন্ধ থাকবে।