ডেস্ক – আর কয়েক দিনের মধ্যেই ভারত ৭৫ বছর স্বাধীনতা দিবস উদযাপন হতে চলেছে। তাই কেন্দ্র সরকার ১৫ আগস্ট ‘হার ঘর ঝান্ডা’ প্রচার অভিযানের সিদ্ধান্ত নিয়েছে। স্বাধীনতা দিবস উপলক্ষে দেশের প্রত্যেক নাগরিক যাতে জাতীয় পতাকা উত্তোলন করেন, তার জন্য আবেদন করা হয়েছে।
এই উদ্যোগটি ‘আজাদি কা অমৃত মহোৎসব’ বা ভারতের স্বাধীনতার ৭৫ বছর উদযাপনের একটি অংশ হিসাবে করা হচ্ছে। কেন্দ্রের তরফে জানানো হয়েছে, সারা ভারতে প্রায় ৩৫০০টি জাতীয় মনুমেন্ট রয়েছে। যার রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছে ভারতীয় পুরাতত্ত্ব বিভাগ।
আগামী ৫ অগাস্ট থেকে ১৫ অগাস্ট পর্যন্ত সেই সমস্ত মনুমেন্টগুলির দ্বার খুলে দেওয়া হবে নাগরিকদের জন্য। এই কয় দিন দর্শনার্থীরা মনুমেন্টগুলি দর্শন করতে পারবেন সম্পূর্ণ বিনামূল্যে।
আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার আধিকারিকদের মতে, আশেপাশের গ্রাম ও শহরের বাসিন্দাদেরও জনগণের মধ্যে দেশপ্রেম জাগ্রত করতে ৩৫০০ স্মৃতিস্তম্ভে বিশাল পতাকা উত্তোলনের জন্য আমন্ত্রণ জানানো হবে।
Leave a Reply