Landslide in Sikkim

Sikkim: ধস নেমে গুড়িয়ে গেল পাহাড়ের বিশাল অংশ, ভাইরাল হয়েছে ভিডিও

ইউ এন লাইভ নিউজ: বিপর্যয় লেগেই রয়েছে কখনও ধস তো কখনও বন্যা। মঙ্গলবার ভয়ংকর ধসের সাক্ষী থাকল সিকিম। ধসের জেরে গুঁড়িয়ে গেল তিস্তা জলবিদ্যুৎ কেন্দ্রের একাংশ। ওই জলবিদ্যুৎ কেন্দ্রের কাছাকাছি অঞ্চলে গত কয়েক সপ্তাহ ধরেই বেশ কয়েক বার নেমেছে ধস। যদিও এদিন সকালে যে ধস বালুতারে নামের ওই এলাকায় নেমেছে তা নজিরবিহীন। স্থানীয় সূত্রে খবর, এই ধসের জেরে পাহাড় লাগোয়া ন্যাশনাল হাইড্রোইলেকট্রিক পাওয়ার কর্পোরেশনের তিস্তা স্টেজ ৫ বাঁধটি ভেঙে গিয়েছে।

সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে ওই ধস নামার ভিডিও। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, মঙ্গলবার সকালে পাহাড়ের বিশাল অংশ ভেঙে পড়ছে জলবিদ্যুৎ কেন্দ্রের উপরে। তবে নিহত বা আহতের খবর নেই। কিন্তু ধসে পাহাড়ের বিশাল অংশ ভেঙে পড়ায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পর পর কয়েকটি ধসের ঘটনার জেরে নিরাপত্তামূলক ব্যবস্থা হিসাবে আগেই সেখান থেকে কর্মীদের সরানো হয়েছিল বলে জানা গিয়েছে।