Justice Abhijit Gangopadhyay: ”আমি শয়তান, ভগবান-টগবান নই”, ভরা এজলাসে আক্ষেপের সুর বিচারপতি গঙ্গোপাধ্যায়ের গলায়

নিউজ ডেস্ক: আবারও খবরের শিরোনামে বিচারপতি গঙ্গোপাধ্যায়। আদালতে শুনানি চলাকালীন নিজেকে নিজেই ‘ভগবানে’র বদলে ‘শয়তান’ বলে মন্তব্য করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ১২ ডিসেম্বর, সোমবার প্রাথমিক নিয়োগ নিয়ে অনিয়মের একটি মামলার শুনানি চলাকালীন এই মন্তব্য করেছেন তিনি।

ঠিক কি বলেছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়?

সূত্রের খবর, সোমবার প্রাথমিক নিয়োগের এক মামলা চলাকালীন এক মহিলা হটাৎই বিচারপতিকে বলে বসেন,” বিচারপতি ধর্মাবতার, আমার কথা একটু শুনুন। আপনিই ভরসা।” শুনে বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন,” এখন এখানে অন্য কোনও মামলার কথা শোনা হচ্ছে না। এইভাবে কি মামলা দায়ের করা হয়?”

বিচারপতির কথা শুনে মহিলা করুন স্বরে আর্জি জানান,” বহুদিন বঞ্চিত। কয়েক বার তো আত্মহত্যা পর্যন্ত করতে গিয়েছিলাম। সন্তানের মুখ চেয়ে করতে পারিনি। এর আগেও মামলা করেছি, কিছু লাভ হয়নি। আপনি একটু সাহায্য করুন। আপনি আমাদের ভগবান।”

ওই মহিলার করুন স্বরে একপ্রকার আক্ষেপের সুরেই বলেন, ” আমি এখন আর আগের মতো নেই। আমি ভগবান-টগবান নই। আমি এখন শয়তান হয়ে গিয়েছি। ভগবান থেকে শয়তান!” শুনে মহিলা ভীত গলায় বলে, ”এইভাবে বলবেন না আপনি দেশের জন্য যা করেছেন, তা অকল্পনীয়। আপনাকে ধন্যবাদ।” এরপরেই বিচারপতি তাঁকে বলেন,” আপনার মামলার নম্বর বলে যান। দেখছি কী করা যায়।”

আরও পড়ুন: ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্ধ ট্যাংরার প্লাস্টিক কারখানা, ঘটনাস্থলে দমকলের ১০টি ইঞ্জিন

এর পরেই ওই মহিলা ভরা এজলাসে মাথা ঘুরে পড়ে যান। তাঁকে আইনজীবীরা তুলে ধরার পর তিনি এজলাস ছেড়ে বেরিয়ে যান। তখনই বিচারপতি তাঁকে আশ্বস্থ করে বলেন,”সাবধানে যান। মামলা হবে। চিন্তা করবেন না।”

আরও পড়ুন: বিরোধী দলনেতার ‘রক্ষাকবচ’কে চ্যালেঞ্জ, ডিভিশন বেঞ্চে দায়ের মামলা

About Saswata Das

Check Also

ranji trophy

Ranji Trophy: রঞ্জি ট্রফির বাংলা – কেরল ম‍্যাচ ড্র! ইশান পোড়েলের দুরন্ত বোলিং নিল ৬ উইকেট

ইউ এন লাইভ নিউজ: প্রত‍্যাশিত ভাবেই রঞ্জি ট্রফির বাংলা – কেরল ম‍্যাচ ড্র হয়ে গেল। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *