ইউ এন লাইভ নিউজ: আই লিগ ৩ চূড়ান্ত পর্বের গ্রুপ বিন্যাস ও ক্রীড়াসূচি প্রকাশিত হলো। ১০টি দলকে দু’টি গ্রুপে ভাগ করা হয়েছে, যেখানে গ্রুপ এ-তে আছে ডায়মন্ড হারবার এফসি (পশ্চিমবঙ্গ), কার্বি আংলং মর্নিং স্টার এফসি (অসম), ডাউনটাউন হিরোজ এফসি (জম্মু ও কাশ্মীর), সেসা ফুটবল অ্যাকাডেমি (গোয়া) ও কেইনৌ লাইব্রেরি অ্যাণ্ড স্পোর্টস অ্যাসোসিয়েশন এফসি (মনিপুর)। এই গ্রুপের সকল খেলাগুলি হবে নৈহাটি বঙ্কিমাঞ্জলী স্টেডিয়ামে, আগামী ২৬ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত।
গ্রুপ বি-তে আছে আব্বাস ইউনিয়ন এফসি (তেলেঙ্গানা), দলবীর ফুটবল অ্যাকাডেমি (পাঞ্জাব), চানমারি এফসি (মিজোরাম), স্পোর্টস অ্যাকাডেমি তিরুর (কেরল) ও মাইটি ইয়ং জো – গোলোরিয়াস মাদার্স এসসি (মহারাষ্ট্র)। এই গ্রুপের সকল খেলাগুলি হবে কল্যাণী স্টেডিয়ামে, আগামী ২৫ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত। প্রতি গ্রুপ থেকে সেরা দুই দল, অর্থাৎ মোট চারটি দল এই মরসুমেই আই লিগ ২-তে খেলবে। এছাড়া দুই গ্রুপের তৃতীয় স্থানাধিকারী দল আগামী মরসুমে আই লিগ ২ খেলার সুযোগ পাবে। এছাড়া দুই গ্রুপের চ্যাম্পিয়ন দল, আগামী ৬ অক্টোবর, নৈহাটি বঙ্কিমাঞ্জলী স্টেডিয়ামে ফাইনালে মুখোমুখি হবে, যে খেলার বিজয়ী দল এবারের আই লিগ ৩ চ্যাম্পিয়ন হিসাবে গণ্য হবে।