MAMATA BANERJEE

Mamata Banerjee: ‘বিশ্বকাপের ফাইনাল যদি কলকাতা বা ওয়াংখেড়ে হত ভারত জিততো’, ফের বিস্ফোরক মন্তব্য মুখ্যমন্ত্রীর

ইউ এন লাইভ নিউজ ডেস্ক: নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূলের সমস্ত স্তরের নেতা কর্মীদের নিয়ে সভা করলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এককথায় লোকসভার প্রস্তুতি শুরু। ভোটের আগে কেন্দ্রকে আক্রমণের সুর কার্যত নির্দিষ্ট করে নিজের বক্তব্য রাখলেন ঘাসফুল শিবিরের সর্বেসর্বা।

কেন্দ্রকে আক্রমণের প্রসঙ্গেই তৃণমূল সুপ্রিমোর মুখেও উঠে এল ভারতের বিশ্বকাপ ফাইনালের কথা। কোহলিদের হারের জন্য বিজেপি সরকারকেই দায়ী করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘আমি এখনও বলছি, বিশ্বকাপ ফাইনাল কলকাতা বা ওয়াংখেড়েতে হত ইন্ডিয়া অবশ্যই জিতত। আমাদের ছেলেরা এত ভালো খেলাধূলায়। অথচ সব খেলোয়াড়দের গেরুয়া পরিয়ে দিল। এমনকী নাকি এও বলে দিয়েছিল খেলার সময়ও গেরুয়া পরতে হবে। নীল পরা যাবে না। খেলোয়াড়দের আপত্তিতে সেটা হয়নি। তাও দেখবেন নীলের মাঝে একটু গেরুয়া লাগিয়ে দিয়েছে।’ এখানেই শেষ নয়, মোদি-শাহকে নাম না করে তীব্র আক্রমণ মমতার। তিনি বলেন, ‘পাপিষ্ঠরা যেখানে যাবে সেখানেই ঝামেলা। পাপে কখনও বাপেরেও ছাড়ে না। এত ভীতুর দল দেখিনি।’

এছাড়াও শাসকদলের নেতা-মন্ত্রীদের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ প্রসঙ্গেও কড়া মন্তব্য করেন মমতা। তিনি বলেন, “আমাদের লোকেরা সবাই চোর? দুর্নীতি দেখাচ্ছে। আজ খুব হাসছেন, ভাবছেন পার্থ জেলে, কেষ্ট জেলে, আমাদের আরও কয়েকজন জেলে। আমাদের মানিক ভট্টাচার্য জেলে, বালু জেলে। এটাই চলবে? আগামিদিন যখন আপনারা ক্ষমতায় থাকবেন না, কোথায় থাকবেন, সেলে? নাকি কোলে? নাকি কোলবালিশ হয়ে দুলবেন? এখন সিপিএম আর বিজেপি কোলবালিশ হয়ে দুলছে”।

এর আগে ছটপুজোর অনুষ্ঠানে গিয়েও মমতা বন্দ্যোাপাধ্যায় ভারতীয় দলের প্র্যাকটিস জার্সির রং নিয়ে প্রশ্ন তুলেছিলেন। জার্সির রং গেরুয়া করা হয়েছে বিজেপির চাপেই, এমনও দাবি করেছিলেন। আজ অবশ্য আরও একধাপ এগিয়ে নয়া তত্ত্ব সামলে এনেছেন। যা নিয়ে ফের শুরু হতেই পারে রাজনৈতিক চাপানউতোর।