স্পোর্টস ডেস্ক: চোটের জন্য এশিয়া কাপে আরব আমির শাহিতে খেলতে যেতে পারেননি ভারতীয় দলের দুই ডান হাতি পেসার জসপ্রীত বুমরা আর স্পিনার হর্শল প্যাটেল। ১৫ কিংবা ১৬ সেপ্টেম্বর টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতীয় দল গড়তে নির্বাচকরা আলোচনায় বসবেন। তার আগে স্বস্তির খবর মিললো। সম্পূর্ণ সুস্থ হয়ে উঠছেন এই দুই ম্যাচ উইনার বোলার। টি টোয়েন্টি বিশ্বকাপ এবার বসতে চলেছে অস্ট্রেলিয়াতে, অক্টোবর- নভেম্বর মাসে ( ১৬ অক্টোবর থেকে ১৩ নভেম্বর)।
জাতীয় ক্রিকেট একাডেমিতে নিজেদের সুস্থ করে তোলার কাজটি মন দিয়ে সারছেন। ফিটনেস টেস্টে পাস করেছেন ওঁরা। এশিয়া কাপে ভারতের ব্যর্থতায় সকলে এখন একমত, বুমরা – হর্শল আর মাঝপথে রবীন্দ্র জাদেজা চোট পেয়ে মাঠের বাইরে থাকা – এই বিপর্যয়ের অন্যতম কারণ। হর্শলের চোট ছিল পিঠের পাশের দিকের পেশীতে। বুমরার সমস্যা – পুরো পিঠের পেশীতে।
এই মুহুর্তে দু’জনই নেটে স্বাভাবিক ছন্দে বল – ব্যাটিং – ফিল্ডিং করছেন। বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট একাডেমিতে তাঁদের সঠিক “রিহ্যাব” হয়েছে বলেই আশাবাদী ফিজিওরা।
এই দুই বোলারের সুস্থ হয়ে ওঠা মানেই, এশিয়া কাপে খেলা দলের থেকে একজন পেসার আর একজন স্পিনারকে বাদ পড়তে হবে। এশিয়া কাপের বিপর্যয়ে শোনা যাচ্ছে, জাতীয় দলের পেসার মহম্মদ সামিকে দলে ফেরানো হতে পারে। একসময়, এই সামিকে আর টি টোয়েন্টি ম্যাচে খেলানো হবে না বলে ঠিক করেছিলেন হেড কোচ রাহুল দ্রাবিড় – জাতীয় নির্বাচন কমিটির চেয়ারম্যান চেতন শর্মা। এখন ওঁরা সমালোচনার মুখে। তাই টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য দলে ফেরানো হতে পারে সামিকেও।
বোর্ডের এক সূত্র থেকে জানা যাচ্ছে, অভিজ্ঞতাকে কাজে লাগানো হবে। তাই পেসার আবেশ খান আর লেগ স্পিনার রবি বিষ্ণোই আপাতত দলে জায়গা নাও পেতে পারেন। আর আর্শদীপ সিংকে অভিজ্ঞতার দৌড়ে পিছনে ফেলে দলে ফিরতে পারেন সামি। এবারের এই নির্বাচনী সভায় এশিয়া কাপের ব্যর্থতা নিয়ে শুরুতে আলোচনা হবে। এরপর টি টোয়েন্টি দুটি হোম সিরিজ নিয়েও পরিকল্পনা সাজিয়ে নেওয়া হবে।
দেশের মাটিতে অস্ট্রেলিয়া আর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ শুরু হতে চলেছে। এই সিরিজ জসপ্রীত বুমরা এবং হর্শল প্যাটেলকে খেলতে দেখা যাবে। জাতীয় নির্বাচকদের আর টিম ম্যানেজমেন্টের কড়া নজর থাকবে এই দুই হোম সিরিজে।
Leave a Reply